• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুলাই ১৭, ২০১৯, ১২:৫৪ পিএম
সর্বশেষ আপডেট : জুলাই ১৭, ২০১৯, ১২:৫৪ পিএম

ডিসি সম্মেলনে এলজিআরডি মন্ত্রী

২৫ থেকে ৩১ জুলাই মশক নিধন ও পরিচ্ছন্নতা সপ্তাহ পালিত হবে  

২৫ থেকে ৩১ জুলাই মশক নিধন ও পরিচ্ছন্নতা সপ্তাহ পালিত হবে  
স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম।


আগামী ২৫ জুলাই থেকে ৩১ জুলাই সারা দেশে মশক নিধন সপ্তাহ পালন করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম। 

তিনি বলেছেন, এ সময়ে ডেঙ্গু নিয়ন্ত্রণে রাখতে মশক নিধনসহ পরিচ্ছনতা অভিযানও পরিচালিত হবে। এ বিষয়ে জেলা প্রশাসকদের সহযোগিতা চাওয়া হয়েছে। 

আজ বুধবার (১৭ জুলাই) দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত ডিসি সম্মেলনের চতুর্থ দিনের তৃতীয় কার্য অধিবেশন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

'ডিসিদের কোন কোন বিষয়ে নির্দেশনা দেয়া হয়েছে' এমন প্রশ্নের জবাবে এলজিআরডি মন্ত্রী বলেন, আমরা স্থানীয় অবকাঠামোগত উন্নয়নমূলক সব কাজে তাদের সহযোগিতা চেয়েছি। স্থানীয় সরকারকে শক্তিশালী করা, দারিদ্র্য বিমোচন, বরাদ্দের সঠিক ব্যবহার করার ওপর তাদের সক্রিয় হতে বলেছি।

তাজুল ইসলাম বলেন, ডিসিরা এসব বিষয়ে আমাদের সার্বিক সহযোগিতা করবেন বলে জানিয়েছেন।এছাড়াও 'গ্রামকে শহরে পরিণত করার' প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে ডিসিরা সক্রিয় থাকবন বলে জানিয়েছেন। 

এমএএম/আরআই

আরও পড়ুন