• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুলাই ১৭, ২০১৯, ০৪:০১ পিএম
সর্বশেষ আপডেট : জুলাই ১৭, ২০১৯, ০৪:০২ পিএম

ডিসি সম্মেলন

সরকারি জমি পুনরুদ্ধারে ডিসিদের সহযোগিতা চাইলেন ভূমিমন্ত্রী  

সরকারি জমি পুনরুদ্ধারে ডিসিদের সহযোগিতা চাইলেন ভূমিমন্ত্রী  
গণমাধ্যমের সাথে কথা বলেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী-ছবি : জাগরণ

সরকারি জমি পুনরুদ্ধারে জেলা প্রশাসকদের সহযোগিতা চাওয়া হয়েছে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। জমি উদ্ধারে ডিসিদের পুরস্কৃত করার ঘোষণাও দিয়েছেন তিনি। 

বুধবার (১৭ জুলাই) বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত ডিসি সম্মেলনের চতুর্থ দিনের পঞ্চম অধিবেশন শেষে গণমাধ্যমকে এ সব তথ্য জানান তিনি।

ভূমিমন্ত্রী বলেন, জেলা পর্যায়ে সরকারি জমি উদ্ধারের নির্দেশনা আগেও দেয়া হয়েছিলো। আজ ডিসি সম্মেলনেও আবারও কঠোর নির্দেশনা দেয়া হয়েছে। এ সময় তিনি বলেন, সরকারি জমি উদ্ধারে যে ডিসি ভালো পারফরমেন্স দেখাতে পারবেন, তাকে সম্মানজনকভাবে পুরস্কৃত করা হবে।

ভূমিমন্ত্রী বলেন, কৃষিজমিতে যত্রতত্র ভবন বা স্থাপনা করা যাবে না। শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলা যাবে না। বিষয়টি কঠোরভাবে দেখতে বলা হয়েছে। ভূমি ডিজিটালাইজেশন প্রক্রিয়ায় ডিসিদের সক্রিয় সহযোগিতা চাওয়া হয়েছে বলেও জানান তিনি।

এমএএম/এসএমএম

আরও পড়ুন