• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৪ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুলাই ১৭, ২০১৯, ০৫:১৩ পিএম
সর্বশেষ আপডেট : জুলাই ১৭, ২০১৯, ০৫:১৩ পিএম

‘ইন্টারনেট সেবা তৃণমূলে পৌঁছে দিতে ডিসিদের সহযোগিতা প্রয়োজন’

‘ইন্টারনেট সেবা তৃণমূলে পৌঁছে দিতে ডিসিদের সহযোগিতা প্রয়োজন’
ডিসি সম্মেলনের অধিবেশন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার - ছবি : জাগরণ

তৃণমূল পর্যায়ে ইন্টারনেট সেবা পৌঁছে দিতে জেলা প্রশাসকদের সহযোগিতা চেয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। 

আজ বুধবার (১৭ জুলাই) বিকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত ডিসি সম্মেলনের চতুর্থ দিনের ষষ্ঠ কার্য অধিবেশন শেষে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশ গড়ার পরিকল্পনায় ডিসিদের আন্তরিকতা ও সহযোগিতা প্রয়োজন। 

সাংবাদিকদের প্রশ্নের জবাবে মোস্তাফা জব্বার বলেন, বরগুনার ডিসি তাকে জানিয়েছিলেন, সেখানে ইন্টারনেট নেই। আমি আজ বরগুনায় ইন্টারনেট সুবিধা চালু করে এই সম্মেলনে এসেছি। 

তিনি বলেন, ফাইবার অপটিক্যাল নেটওয়ার্ক স্থাপন করার সময় আমাদের অনেক গুরুত্বপূর্ণ ও দামি যন্ত্রপাতি থাকে। এগুলো নিয়ে জেলা পর্যায়ে বেশ নিরাপত্তাহীনতায় থাকতে হয়। এ বিষয়ে জেলা প্রশাসকদের সহযোগিতা চাওয়া হয়েছে।

এমএএম / এফসি

আরও পড়ুন