• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুলাই ১৭, ২০১৯, ০৮:১৭ পিএম
সর্বশেষ আপডেট : জুলাই ১৭, ২০১৯, ০৮:১৭ পিএম

‘গুড গভার্নেন্স’ প্রতিষ্ঠায় ডিসিদের সহায়তা চাইলেন পূর্তমন্ত্রী 

‘গুড গভার্নেন্স’ প্রতিষ্ঠায় ডিসিদের সহায়তা চাইলেন পূর্তমন্ত্রী 
গণমাধ্যমের সাথে কথা বলেন পূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম- ছবি : জাগরণ

সরকারের সিদ্ধান্ত সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করতে জেলা প্রশাসকদের প্রতি নির্দেশ দিয়েছেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম। এ সময় তিনি ‘গুড গভার্নেন্স’ প্রতিষ্ঠায় তাদের সহযোগিতা চেয়েছেন। 

বুধবার (১৭ জুলাই) বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে আয়োজিত ডিসি সম্মেলনের চতুর্থ দিনের নবম কার্য অধিবেশন শেষে গণমাধ্যমকে পূর্তমন্ত্রী এসব কথা জানান।

পূর্তমন্ত্রী বলেন, সরকারের সকল উন্নয়ন কাজের সাফল্যের অনেকাংশ নির্ভর করে জেলা প্রশাসকদের ওপর। আমি তাদের বলেছি- মাদক, সন্ত্রাস ও ইভটিজিংয়ের বিরুদ্ধে লড়াই করতে হবে। এসব বিষয়ে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি পালন করছে। 

এমএএম/এসএমএম