• ঢাকা
  • বুধবার, ০১ মে, ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুলাই ২৫, ২০১৯, ০৮:৩১ পিএম
সর্বশেষ আপডেট : জুলাই ২৫, ২০১৯, ০৮:৩২ পিএম

এডিস মশায় রোহিঙ্গা তথ্য ও ছেলেধরা গুজব!

এডিস মশায় রোহিঙ্গা তথ্য ও ছেলেধরা গুজব!
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক ও ডিএসসিসি মেয়র সাঈদ খোকন

ডেঙ্গুজ্বরে আক্রান্ত মানুষের সংখ্যা বাড়ছে প্রতিদিন। গত ২৪ ঘণ্টায় (২৪ জুলাই সকাল ৮টা থেকে ২৫ জুলাই সকাল ৮টা) ৫৪৭ জন ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।সরকারি- বেসরকারি হাসপাতালে প্রতিদিন আসছে নতুন নতুন ডেঙ্গু রোগী। জনগণের চরম উদ্বেগ কিংবা এডিস মশা ধ্বংশে এখন পর্যন্ত কার্যকর কোনো উদ্যোগ নিতে পারেনি দুই সিটি করপোরেশন কিংবা কোনো পদক্ষেপেই কাজ হচ্ছে না। 

এডিস মশা তথা ডেঙ্গু নিয়ন্ত্রণের বিষয়টি হাইকোর্ট পর্যন্ত গড়িয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর এ পর্যন্ত ৮ হাজার ৫৬৫ জন মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে কেবল জুলাই মাসেই রেকর্ড ৬ হাজার ৪২১ জন হাসপাতালে গেছেন। মারা গেছেন ৮ জন। যা বেসরকারি হিসাবে আরো অনেক বেশি। ঢাকায় এখন ডেঙ্গু রোগীর চাপ এতো বেশি যে, বেসরকারি হাসপাতালগুলোতে রোগী ভর্তি করাই কঠিন হয়ে পড়েছে। অনেক সরকারি হাসপাতালে বেডের অতিরিক্ত রোগী ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে। এই অবস্থায় বৃহস্পতিবার (২৫ জুলাই) এডিশ মশা নিয়ে নতুন তথ্য দিলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক ও ডিএসসিসি মেয়র সাঈদ খোকন।

স্বাস্থ্যমন্ত্রী বলেছেন,‘এডিস মশার প্রজনন ক্ষমতা রোহিঙ্গাদের মতো,এডিস মশার প্রোডাকশন অনেক বেশি।যে কারণে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। তিনি বলেন, “আমাদের দেশে হঠাৎ করে কেন এত ডেঙ্গু রোগী? একটি সিম্পল উত্তর আমার পক্ষ থেকে, সেটা হল-মশা বেশি, এডিস মশা বেশি। সে মশাগুরো অনেক হেলদি মশা এবং সে মশাগুলো অনেক সফিস্টিকেটেড মশা। তারা শহরে, বাড়িতে থাকে- এটিই উত্তর। যেহেতু প্রোডাকশন বেশি... মশা বাড়তেছে ।’

তিনি বলেন, ‘সামহাউ উই কুড নট ম্যানেজ কন্ট্রোল দা মসকুইটো পপুলেশন। যেভাবে রোহিঙ্গা পপুলেশন বাড়ে.. আমাদের দেশে এসে। সেভাবে মসকিটু পপুলেশন বেড়ে যাচ্ছে। .. প্রডাকশন যদি কম হতো, এডিস মশা কম হতো। মানুষ আক্রান্ত মশার কামড় কম খেত, ডেঙ্গু কম হতো।’

আর ডেঙ্গু আক্রান্তের তথ্য নিয়ে সংবাদমাধ্যমে আসা প্রতিবেদন প্রত্যাখ্যান করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন বলেছেন, এ বিষয়ে ‘ছেলেধরার’ মত গুজব ছড়ানো হচ্ছে।

বৃহস্পতিবার মানিক মিয়া এভিনিউয়ে এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মেয়র সাঈদ খোকন বলেন,‘মশা নিয়ে রাজনীতি কাম্য নয়। যে তথ্য এসেছে সাড়ে তিন লাখ আক্রান্তের কাল্পনিক তথ্য.... এটা সম্পূর্ণভাবে কাল্পনিক, বিভ্রান্তিমূলক।’

তিনি বলেন,‘ছেলে ধরা, সাড়ে তিন লাখ ডেঙ্গুতে আক্রান্ত একই সূত্রে গাঁথা। সরকার দৃঢ়ভাবে প্রতিজ্ঞ, জনগণকে সঙ্গে নিয়ে এই ষড়যন্ত্রকারীদেরা মোকাবেলা করবে। ডেঙ্গু রোগীদের পাশে থেকে কঠিন জবাব দেওয়ার জন্য সরকার প্রতিজ্ঞ।’

বিএস 
 

আরও পড়ুন