• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: আগস্ট ৪, ২০১৯, ০৯:৪৪ পিএম
সর্বশেষ আপডেট : আগস্ট ৪, ২০১৯, ০৯:৪৪ পিএম

এলডিপির প্রেসিডিয়াম সদস্য হলেন বিএনপি নেতা বেঙ্গল 

এলডিপির প্রেসিডিয়াম সদস্য হলেন বিএনপি নেতা বেঙ্গল 
ইসমাইল হোসেন বেঙ্গল

মুক্তিযুদ্ধকালীন সময়ে ঢাকার বেঙ্গল প্লাটুনের কমান্ডার, বিশিষ্ট মুক্তিযোদ্ধা ইসমাইল হোসেন বেঙ্গলকে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডিয়াম সদস্য করা হয়েছে। বেঙ্গল প্রায় মাসখানেক আগেও বিএনপি নেতা ছিলেন। তিনি গত জুন মাসের ২৭ তারিখে কর্নেল অলির নেতৃত্বে জাতীয় মুক্তি মঞ্চ ঘোষণার দিন এলডিপিতে যোগ দেন।

রোববার (০৪ আগস্ট) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এলডিপির সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

ইসমাইল হোসেন বেঙ্গল বিএনপির অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের উপদেষ্টা ও মুক্তিযোদ্ধা প্রজন্মের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন।
 
বেঙ্গলের রাজনৈতিক জীবন শুরু হয় সাবেক স্বৈরশাসক হুসেইন মুহাম্মদ এরশাদের গঠিত প্রথম দল জনদল এর মাধ্যমে। বেঙ্গল ওই দলের ১নং প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক ছিলেন। পরে জাতীয় পার্টি (এরশাদ) প্রতিষ্ঠিত হলে তিনি তাতে যোগ দেন। পরবর্তীতে তিনি বিএনপিতে যোগ দিয়ে দলটির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। 

টিএস/বিএস