• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
প্রকাশিত: আগস্ট ৭, ২০১৯, ০১:৪৯ পিএম
সর্বশেষ আপডেট : আগস্ট ৭, ২০১৯, ০১:৪৯ পিএম

‘ডেঙ্গুর ভয়াবহতা নিয়ন্ত্রণে জাতীয় ঐক্যের দাবি’

‘ডেঙ্গুর ভয়াবহতা নিয়ন্ত্রণে জাতীয় ঐক্যের দাবি’
বিএনপির ভাইস-চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান- ছবি: জাগরণ

ডেঙ্গুকে জাতীয় দুর্যোগ উল্লেখ করে ডেঙ্গুর ভয়াবহতা নিয়ন্ত্রণে সকল রাজনৈতিক দলকে এক সঙ্গে নিয়ে জাতীয় ঐক্য গড়ে তোলার দাবি জানিয়েছেন বিএনপির ভাইস-চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান।

বুধবার (৭ আগস্ট) দুপুরে রাজধানীর ধানমণ্ডি রাইফেলস স্কয়ার মার্কেটের সামনে ডেঙ্গু রোগ মোকাবিলায় সচেতনামূলক লিফলেট বিতরণ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে দাবি করে সাবেকমন্ত্রী নোমান বলেন, আগাম সতর্কতা থাকা সত্ত্বেও সরকার যে ডেঙ্গু রোগ নিয়ন্ত্রণ করতে পারেনি এটি তাদের (সরকারের) মন্ত্রী এমপিদের বক্তব্যেই স্পষ্ট ফুটে উঠেছে।

ডেঙ্গু রোগ মোকাবিলায় সকলকে সতর্ক হওয়ার পরামর্শ দিয়ে সরকারের প্রতি সকল দল মত নির্বিশেষে জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান করেন তিনি।

এসময় আরও উপস্থিত ছিলেন- বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মাদ রহমাতুল্লাহ, নিপুন রায় চৌধুরী, খালেদা ইয়াসমিন, শেখ রবিউল আলম সহ-বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

টিএস/টিএফ
 

আরও পড়ুন