• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
প্রকাশিত: আগস্ট ১২, ২০১৯, ০৩:১৫ পিএম
সর্বশেষ আপডেট : আগস্ট ১২, ২০১৯, ০৩:১৫ পিএম

বাসে চাপ নেই, ফাঁকা কমলাপুর স্টেশন

বাসে চাপ নেই, ফাঁকা কমলাপুর স্টেশন
বাস কাউন্টারগুলতে লোকের ভিড় নেই, ফাঁকা কমলাপুর স্টেশন- দৈনিক জাগরণ

ঈদের দিন সকালে বাস টার্মিনালগুলোতে ছিলো না ঘরমুখো মানুষের চাপ। রাজধানীর রাজপথগুলো একদমই ফাঁকা। এদিকে রাত ছাড়া রাজধানীর কমলাপুর থেকে আন্ত:নগর ট্রেনের কোন শিডিউল নেই। শুধু মাত্র রাতে চট্টগ্রাম ও দেওয়ানগঞ্জের দুটি ট্রেন রয়েছে।

গতকাল রোববার (১১ আগস্ট) রাত এগারোটা দশ মিনিটে রাজশাহীগামী পদ্মা এক্সপ্রেস ট্রেনটি আজ কমলাপুর স্টেশন ছেড়েছে সকাল ছয়টায়। দিনের বেলায় আর কোন ট্রেনের শিডিউল নেই। তবে, রাত সাড়ে নয়টায় ঢাকা থেকে ছেড়ে যাবে জামালপুরগামী দেওয়ানগঞ্জ এক্সপ্রেস এবং চট্টগ্রাম মেইল যাবে রাত দশটায়।

এদিকে, সকালের দিকে রাজধানীর গাবতলী বাস টার্মিনালেও ঘরে ফেরা যাত্রীদের তেমন কোন চাপ নেই। তবে, বিকেলের দিকে চাপ কিছুটা বাড়তে পারে বলে জানিয়েছেন পরিবহন সংশ্লিষ্টরা। আর, স্বজনদের সঙ্গে ঈদ করতে ত্রিশ লাখের বেশি মানুষ ঢাকা ছাড়ার কারনে রাজধানী অনেকটাই ফাঁকা হয়ে পড়েছে। ঈদুল ফিতরের মত এবারও ঈদের লম্বা ছুটি থাকায় আরও সপ্তাহখানেক ঢাকা এমন ফাঁকা থাকবে বলেই আশা করা হচ্ছে। 

এসকে