• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
প্রকাশিত: আগস্ট ১২, ২০১৯, ০৭:১১ পিএম
সর্বশেষ আপডেট : আগস্ট ১২, ২০১৯, ০৭:১১ পিএম

খালেদার সঙ্গে হাসপাতালে দেখা করেছেন পরিবারের ৬ সদস্য

খালেদার সঙ্গে হাসপাতালে দেখা করেছেন পরিবারের ৬ সদস্য
খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে বিএসএমএমইউ হাসপাতালে প্রবেশ করছেন স্বজনেরা - ছবি : সংগৃহীত

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের কেবিনে কারাবন্দী খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন তার স্বজনেরা।

আজ সোমবার (১২ আগস্ট) ঈদের দিন বিকেলে কারা কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে কারাবন্দী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে দেখা করেছেন পরিবারের ছয় সদস্য। কারা সূত্র বলেছে, বিএসএমএমইউ হাসপাতালে পরিবারের ৬ সদস্য যান। তারা হলেন বেগম খালেদা জিয়ার পুত্রবধূ শর্মিলা রহমান, দুই নাতনি জাফিরা রহমান ও জাহিয়া রহমান, ভাই শামীম ইস্কান্দার ও তার স্ত্রী কানিজ ফাতেমা এবং ভাতিজা অভিক ইস্কান্দার।

সোমবার দুপুর ২টা ১২ মিনিটে তারা বিএসএমএমইউ হাসপাতালের কেবিন ব্লকের ৬ তলায় ৬২২ নম্বর কেবিনে বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে যান। এ সময় তারা খালেদা জিয়ার জন্য বাসার রান্না করা খাবার ও ব্যবহারিক সামগ্রী সঙ্গে নিয়ে যান।

কারাগারের একজন দায়িত্বশীল কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেন জানান, বেগম খালেদা জিয়ার পরিবারের ৬ সদস্য বিকেল প্রায় ৩টায় আসেন। এক ঘণ্টা পর বিকেল চারটার পর তারা কেবিনে থেকে বের হন বলে জানান তিনি।

এইচএম/এনআই

আরও পড়ুন