• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
প্রকাশিত: আগস্ট ১৪, ২০১৯, ০৯:০৯ পিএম
সর্বশেষ আপডেট : আগস্ট ১৪, ২০১৯, ০৯:০৯ পিএম

পতাকা অর্ধনমিত করতে হয় যেভাবে

পতাকা অর্ধনমিত করতে হয় যেভাবে

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস ১৫ আগস্ট ( বৃহস্পতিবার)।

এ উপলক্ষে সরকারি, বেসরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠানেের ভবন ও বিদেশে বাংলাদেশের মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে এই দিন।

জাতীয় পতাকা অর্ধনমিত রাখার এবং ওই অবস্থা থেকে খুলে নেয়ার ক্ষেত্রে সুনির্দিষ্ট নিয়মের মধ্য দিয়ে যেতে হয়।

আইনজ্ঞরা বলছেন, যেদিন জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে ওইদিন সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা ধীরে ধীরে অন্যান্য দিনের মতো দণ্ডের মাথা পর্যন্ত তুলে, তারপর অর্ধনমিত করতে হবে। 

নিচে নামানোর ক্ষেত্রেও রয়েছে সুনির্দিষ্ট নিয়ম। আইনজ্ঞরা বলছেন, দণ্ডের মাথা পর্যন্ত তোলার পর ব্যবহৃত পতাকার প্রস্থের সমান নিচে নামিয়ে তারপর রশি বাঁধতে হবে। 

পতাকা অর্ধনমিত থেকে খুলে নেয়ার ক্ষেত্রেও আছে যথাযথ নিয়ম। নিয়মানুসারে পতাকা ওঠানো-নামানোর রশির বাঁধ খুলে প্রথমে পতাকা দণ্ডের মাথা পর্যন্ত তুলে তারপর তা ধীরে ধীরে নামাতে হবে।

ছেঁড়া বা বিবর্ণ জাতীয় পতাকা উত্তোলন করা যাবে না। মানসম্মত কাপড়ে যথা নিয়মে তৈরি জাতীয় পতাকা উত্তোলন করতে হবে।

এমএ/এসএমএম 

আরও পড়ুন