• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: আগস্ট ১৮, ২০১৯, ০৫:৩৯ পিএম
সর্বশেষ আপডেট : আগস্ট ১৮, ২০১৯, ০৫:৩৯ পিএম

সচিবালয়ে চামড়ার সমস্যা সমাধানে ত্রিপক্ষীয় বৈঠক চলছে

সচিবালয়ে চামড়ার সমস্যা সমাধানে ত্রিপক্ষীয় বৈঠক চলছে
সচিবালয়ে চামড়া সমস্যা নিয়ে বৈঠক চলছে

চামড়া নিয়ে আড়তদার ও ট্যানারির মালিকদের সঙ্গে সরকারের ত্রিপক্ষীয় বৈঠক শুরু হয়েছে। সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বিকেল সোয়া ৩টায় শুরু হওয়া এ বৈঠকে সভাপতিত্ব করছেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মফিজুল ইসলাম। 

বৈঠকে শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন এবং প্রধানমন্ত্রীর বেসরকারি বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, এফবিসিসিআইয়ের সহ-সভাপতি সিদ্দিকুর রহমানসহ আড়তদার ও ট্যানারির মালিকদের সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত আছেন। 

কোরবানির ঈদের আগে সরকারের পক্ষ থেকে গরুর কাঁচা চামড়া প্রতি বর্গফুট (ঢাকায়) ৪৫-৫০ টাকা. ঢাকার বাহিরে ৩৫-৪০ টাকা এবং খাসির চামড়া প্রতি বর্গফুট (সারা দেশে) ১৮-২০ টাকা নির্ধারণ করা হয়।

এমএএম /বিএস 
 

আরও পড়ুন