• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
প্রকাশিত: আগস্ট ১৯, ২০১৯, ১১:৩৪ এএম
সর্বশেষ আপডেট : আগস্ট ১৯, ২০১৯, ১১:৩৪ এএম

রাঙামাটিতে সন্ত্রাসীদের গুলিতে সেনা সদস্য নিহত

রাঙামাটিতে সন্ত্রাসীদের গুলিতে সেনা সদস্য নিহত


রাঙামাটির রাজস্থলীতে সন্ত্রাসীদের গুলিতে এক সেনা সদস্য নিহত হয়েছেন। নিহত সেনা সদস্যের নাম নাসিম (১৯)। রোববার (১৮ আগস্ট) সকাল ১০টার দিকে পোয়াইতুমুখ এলাকায় সেনাবাহিনীর একটি নিয়মিত টহলের সময় এ ঘটনা ঘটে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, রবিবার সকাল ১০টার দিকে রাঙামাটি রিজিয়নের রাজস্থলী আর্মি ক্যাম্প থেকে চার কিলোমিটার দক্ষিণে পোয়াইতুমুখ এলাকায় সেনাবাহিনীর একটি নিয়মিত টহলের ওপর সন্ত্রাসীরা অতর্কিতে গুলিবর্ষণ শুরু করে। এতে সৈনিক নাসিম গুলিবিদ্ধ হন। পরে তাকে হেলিকপ্টারে চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

আইএসপিআর আরও জানায়, সেখানে টহল জোরদার করা হয়েছে। এলাকার নিরাপত্তাব্যবস্থা সেনাবাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

আরআই