• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
প্রকাশিত: আগস্ট ২১, ২০১৯, ০৫:২৯ পিএম
সর্বশেষ আপডেট : আগস্ট ২১, ২০১৯, ০৫:২৯ পিএম

৮ সেপ্টেম্বর বসছে সংসদের অধিবেশন

৮ সেপ্টেম্বর বসছে সংসদের অধিবেশন

জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন আগামী ৮ সেপ্টেম্বর (রোববার) বিকাল ৫টায় শুরু হচ্ছে। অধিবেশন শুরু সংক্রান্ত ফাইলে আজ বুধবার (২১ আগস্ট) স্বাক্ষর করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। সংসদ সচিবালয়ের জনসংযোগ অধিশাখার উপপরিচালক কামাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। 

অধিবেশন কত দিন পর্যন্ত চলবে তা কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে সিদ্ধান্ত নেয়া হবে। অধিবেশন শুরুর দিন এই কমিটির বৈঠক হবে। তবে সংবিধান রক্ষার এই অধিবেশনের কার্যদিবস বেশি হবে না বলে জানা গেছে। 

জানা যায়, এর আগে সংসদের বাজেট ও তৃতীয় অধিবেশন ১২ জুলাই শেষ হয়। সংবিধান অনুযায়ী একটি অধিবেশন শেষ হওয়ার পর ৬০ কার্যদিবসের মধ্যে আরেকটি অধিবেশন আহ্বানের বাধ্যবাধ্যকতা রয়েছে।

এইচএস/ এফসি

আরও পড়ুন