• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: আগস্ট ২৩, ২০১৯, ০১:৪৯ পিএম
সর্বশেষ আপডেট : আগস্ট ২৩, ২০১৯, ০১:৫৬ পিএম

রোহিঙ্গা প্রত্যাবাসন প্রশ্নে পররাষ্ট্রমন্ত্রীর হুঁশিয়ারি 

রোহিঙ্গা প্রত্যাবাসন প্রশ্নে পররাষ্ট্রমন্ত্রীর হুঁশিয়ারি 
পররাষ্ট্রমন্ত্রী আবদুল মোমেন- ফাইল ছবি

পররাষ্ট্রমন্ত্রী আবদুল মোমেন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, মিয়ানমার রোহিঙ্গাদের ফেরত না নিলে কঠোর হবে বাংলাদেশ। শুক্রবার (২৩ আগস্ট) সকালে রাজধানীর ধানমন্ডিতে বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টে আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সভা শেষে সাংবাদিকদের মাধ্যমে তিনি এই হুঁশিয়ারি দেন।

এ সময় তিনি রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক সংস্থাগুলোকে মিয়ানমারে গিয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন। 

পররাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গাদের ফেরত পাঠাতে আশাবাদী বাংলাদেশ সরকার। আশ্রয় দিয়েছি তার অর্থ রোহিঙ্গা বাংলাদেশের একার হেডেক না। মিয়ানমার সরকারের প্রতি বিশ্বাস না থাকায় রোহিঙ্গারা আশ্বস্ত হতে পারছে না।'

এ সময় তিনি দৃঢ়তার সাথে বলেন, মিয়ানমারকে নিজেদের তাগিদে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে হলে দেশটিতে রোহিঙ্গাদের ফেরত নিতেই হবে।

মিয়ানমারের প্রতি অর্থনৈতিকভাবে অবরোধ আরোপ করার জন্য ইউরোপীয় ইউনিয়নকে আহ্বান জানিয়েছে বাংলাদেশ। মন্ত্রী জানান, এরই মধ্যে সরকারের পক্ষ থেকে সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

জেড এইচ/টিএফ

আরও পড়ুন