• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: আগস্ট ২৫, ২০১৯, ০২:২৪ পিএম
সর্বশেষ আপডেট : আগস্ট ২৫, ২০১৯, ০২:৩৯ পিএম

জামালপুরের ডিসির ঘটনা অনৈতিক : জনপ্রশাসন প্রতিমন্ত্রী

জামালপুরের ডিসির ঘটনা অনৈতিক : জনপ্রশাসন প্রতিমন্ত্রী
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন -ছবি : জাগরণ

জামাপুরের ডিসির ঘটনাটি অনৈতিক ও অনভিপ্রেত বলে মন্তব্য করেছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। 

রোববার (২৫ আগস্ট) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

এর আগে, আজ দুপরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে জামালপুরের ডিসি আহমেদ কবীরকে এক নারী সহকর্মীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল হওয়ার ঘটনায় ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) করা হয়।

প্রতিমন্ত্রী বলেন, এ ঘটনা শুধু অনৈতিক বললেও বোধহয় কম বলা হবে। ভিডিওর তথ্য সত্য হলে এটা বলবো ঘৃণ্য কাজ হয়েছে। 

আপর এক প্রশ্নের জবাবে ফরহাদ হোসেন বলেন, ওএসডি কোন শাস্তি নয়। কঠোর শাস্তির আগে প্রাথমিক শাস্তি। দায়িত্ব থেকে সরিয়ে দেয়া, ক্ষমতা খর্ব করা। তদন্তের ক্ষেত্রে প্রথম ধাপ। প্রাথমিক এই ব্যবস্থার পর কমিটি করে সরকারি চাকরি বিধি অনুযায়ী সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে বলেও জানান তিনি। 

প্রতিমন্ত্রী জানান, ডিসির সঙ্গে ওই নারী সহকর্মীর বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে। ডিসিকে দেয়া সুদ্ধাচার সনদ প্রত্যাহার করা হবে। 

দৈনিক জাগরণকে মন্ত্রিপরিষদ বিভাগের একাধিক কর্মকর্তা জানিয়েছেন, ডিসির আপত্তিকর ভিডিওর বিষয়ে মাঠ প্রশাসন বিভাগ থেকে তদন্ত কমিটি গঠন করা হচ্ছে। 

আহমেদ কবীরের সঙ্গে তার অফিসের এক নারী সহকারীর সঙ্গে আপত্তিকর একটি ভিডিও বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ নিয়ে সারা দেশে তোলপাড় শুরু হয়। ভিডিওতে আহমেদ কবীরকে তার অফিসের ওই নারী সহকর্মীর সঙ্গে অন্তরঙ্গ অবস্থায় দেখা যায়।

এমএএম /একেএস

 

আরও পড়ুন