• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
প্রকাশিত: আগস্ট ২৫, ২০১৯, ০৬:৪১ পিএম
সর্বশেষ আপডেট : আগস্ট ২৫, ২০১৯, ০৬:৪২ পিএম

জেলায় জেলায় রাজাকারদের তালিকা করার নির্দেশ 

জেলায় জেলায় রাজাকারদের তালিকা করার নির্দেশ 
সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান- ছবি: জাগরণ

রাজাকাদের তালিকা করার জন্য দেশের প্রতিটি জেলা প্রশাসকদের নির্দেশ দেয়া হয়েছে বলে জানিয়েছেন সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান। তিনি বলেন, মুক্তিযোদ্ধাদের তালিকার মত আমাদের স্বাধীনতা যুদ্ধের সময় বিরোধীতাকারী রাজাকার আলবদরদের তালিকা দ্রুত প্রকাশ করা হবে।

রোববার (২৫ আগস্ট) সংসদ ভবনে অনুষ্ঠিত মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৬ষ্ঠ বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন  তিনি । 

এসময় নৌপরিবহন মন্ত্রী মুক্তিযুদ্ধের স্মৃতি নিদর্শন ও বধ্যভূমি সংরক্ষণের জন্য নীতিমালা প্রণয়নের সুপারিশ করে। আর প্রতিটি উপজেলায় মুক্তিযুদ্ধ কমপ্লেক্স শহর থেকে বিচ্ছিন্ন স্থানে নির্মাণ না করে যথোপযুক্ত স্থানে নির্মাণের জন্য বৈঠকে আলোচনা করা হয়।  

বৈঠকে অংশ নেন- কমিটির সদস্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক, মইনউদ্দীন খান বাদল, রাজি উদ্দিন আহমেদ, মেজর (অবঃ) রফিকুল ইসলাম, বীর উত্তম, এ বি তাজুল ইসলাম এবং কাজী ফিরোজ রশীদ।

এতে উপস্থিত ছিলেন- মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালকসহ মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এইচএস/টিএফ

আরও পড়ুন