• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
প্রকাশিত: সেপ্টেম্বর ৭, ২০১৯, ০৫:৩৭ পিএম
সর্বশেষ আপডেট : সেপ্টেম্বর ৭, ২০১৯, ০৫:৩৭ পিএম

চলতে পারে ৭ কার্যদিবস

সংসদের চতুর্থ অধিবেশন বসছে রোববার

সংসদের চতুর্থ অধিবেশন বসছে রোববার

একাদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন বসছে আগামীকাল রোববার (৮ সেপ্টেম্বর)। বিকেল ৫টায় শুরু হবে এ অধিবেশন। চতুর্থ অধিবেশন কতদিন চলবে- অধিবেশন শুরু আগে কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত হবে। 

বরাবরের মতো অধিবেশন শুরুর এক ঘণ্টা আগে সংসদ ভবনে বসবে কার্য উপদেষ্টা কমিটির বৈঠক। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এ বৈঠকে সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিত থাকার কথা রয়েছে।

সংসদ সচিবালয়ের একটি সূত্র জানিয়েছে, সংসদের চতুর্থ অধিবেশনটি সংক্ষিপ্ত হতে পারে। মাত্র ৭ কার্যদিবস চলতে পারে এ অধিবেশন। অধিবেশনে ২-৩টি বিল পাস হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া আরও কয়েকটি বিল এ অধিবেশনে উপস্থাপন করা হতে পারে। 

সংসদের আইন শাখা সূত্র জানায়, এই অধিবেশনে বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট (সংশোধন) বিল ২০১৯ পাসের অপেক্ষায় রয়েছে। আর দুটি বিল উত্থাপনের পর তা অধিকতর পরীক্ষা-নিরীক্ষার জন্য সংসদীয় কমিটিতে আছে। এগুলো হল- বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট বিল ২০১৯ ও আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট (সংশোধন) বিল ২০১৯। 

প্রসঙ্গত, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে গত ২১ আগস্ট এ অধিবেশন আহ্বান করেন। সংবিধান অনুযায়ী জাতীয় সংসদের দুই অধিবেশনের মধ্যবর্তী সময় হতে হবে সর্বোচ্চ ৬০ দিন। একাদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন অর্থাৎ তৃতীয় অধিবেশন গত ১২ জুলাই শেষ হয়।  

এইচএস/ এফসি

আরও পড়ুন