• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: সেপ্টেম্বর ১০, ২০১৯, ১২:৫০ পিএম
সর্বশেষ আপডেট : সেপ্টেম্বর ১০, ২০১৯, ১২:৫০ পিএম

জলবায়ু অভিযোজনের উপায় উদ্ভাবনের আহ্বান প্রধানমন্ত্রীর

জলবায়ু অভিযোজনের উপায় উদ্ভাবনের আহ্বান প্রধানমন্ত্রীর
বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা - ছবি : পিএমও

পরিবর্তিত পরিস্থিতিতে আগাম জলবায়ু অভিযোজনের উপায় উদ্ভাবনের জন্য বিশ্ব নেতৃবৃন্দ, সরকার ও ব্যবসায়ীদের প্রতি জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর)  সকালে, ঢাকা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ‘গ্লোবাল কমিশন অন অ্যাডাপটেশন’ এর নেতৃবৃন্দের সঙ্গে যোগ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, কোনো জাতির একার পক্ষে এটি করা সম্ভব নয়। এক্ষেত্রে সমগ্র বিশ্বকে ঐক্যবদ্ধ করতে হবে। এরইমধ্যে, বাংলাদেশ পদক্ষেপ নিলেও অনেক কাজ এখনো বাকি রয়েছে।

এই কমিশনের নেতৃত্ব দিচ্ছেন জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি-মুন। বিল এবং মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের কো-চেয়ার প্রযুক্তিবিদ বিল গেটস এবং বিশ্বব্যাংকের সিইও ক্রিস্টালিনা জর্জিয়েভাও কমিশনে রয়েছেন। গ্লোবাল কমিশন অন অ্যাডাপটেশন রিপোর্ট বিশ্বের ১০টিরও বেশি রাজধানী ও নগরী থেকে প্রকাশ করা হয়েছে, যার মূল শ্লোগান হচ্ছে ‘অ্যাডাপ্ট আওয়ার ওয়ার্ল্ড।’

জেড এইচ/ এফসি

আরও পড়ুন