• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: সেপ্টেম্বর ১২, ২০১৯, ০৭:৪৯ পিএম
সর্বশেষ আপডেট : সেপ্টেম্বর ১২, ২০১৯, ০৭:৪৯ পিএম

সুপ্রিম কোর্টের আইনজীবীদের ভবন ১২তলা হবে

সুপ্রিম কোর্টের আইনজীবীদের ভবন ১২তলা হবে

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির চার তলা ভবন ১২তলায় উন্নীত করার উদ্যোগ নিয়েছে সরকার। গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপ-সচিব সুরাইয়া বেগম স্বাক্ষরিত এক স্মারকে এ তথ্য জানানো হয়েছে।

গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী বরাবর পাঠানো স্মারকে বলা হয়, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির চতুর্থ তলা বিশিষ্ট এনেক্স ভবনকে আধুনিক প্রযুক্তির মাধ্যমে রেট্রোফিটিংস পদ্ধতিতে ১২ তলা ভবনে উন্নীতকরণের  প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হল। যার একটি অনুলিপি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি বরাবর পাঠানো হয়েছে।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এ এম আমিন উদ্দিন বলেন, চতুর্থ তলা এনেক্স ভবনকে ১২ তলা ভবনে উন্নীতকরণ সংক্রান্ত এ অনুলিপি পেয়েছি।

এদিকে মৎস্য ভবনের পশ্চিম পাশে পুরনো ভবনটি ভেঙে ১৫ তলা বিশিষ্ট নতুন ভবনের নির্মাণ কাজ এরইমধ্যে শুরু হয়েছে। দুটি বেজমেন্টসহ বার কাউন্সিলের নতুন ভবনের মোট আয়তন হবে ১৩ হাজার ৬৪৪ দশমিক ৩৭ বর্গমিটার। সীমানা প্রাচীর হবে ১৯৩ দশমিক ৬০ বর্গমিটার। ১ হাজার কেভিএ ক্ষমতার বিদ্যুতের সাব-স্টেশন থাকবে। ভবনে থাকবে ৩টি লিফট। ২০২১ সালের ডিসেম্বরে নির্মাণকাজ শেষ হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এছাড়া গত বছর ডিসেম্বর থেকে নির্মিত হচ্ছে ১২ তলা বিশিষ্ট সুপ্রিম কোর্ট এনেক্স এক্সটেনশন (বর্ধিত) ভবন। সুপ্রিম কোর্ট এনেক্স ভবনের পশ্চিম পাশে ১৮ হাজার ১৩৪ বর্গমিটার জায়গায় এ ভবন নির্মাণ করা হচ্ছে।

এমএ/একেএস

আরও পড়ুন