• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
প্রকাশিত: সেপ্টেম্বর ১৩, ২০১৯, ০৭:৫৩ পিএম
সর্বশেষ আপডেট : সেপ্টেম্বর ১৩, ২০১৯, ০৭:৫৪ পিএম

স্থগিত কাউন্সিল নিয়ে ছাত্রদলই সিদ্ধান্ত নেবে: মির্জা ফখরুল

স্থগিত কাউন্সিল নিয়ে ছাত্রদলই সিদ্ধান্ত নেবে: মির্জা ফখরুল
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর- ছবি: জাগরণ

আদালতের নির্দেশনায় স্থগিত হওয়া কাউন্সিল নিয়ে ছাত্রদলই তাদের সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।তিনি বলেন, আমরা এ কাউন্সিলের সঙ্গে জড়িত নই। তারা কীভাবে কাউন্সিলটা করবে, এটা তাদের বিষয়। আমাদের বিরুদ্ধে আদালত যে নোটিশ দিয়েছেন, যথা সময় সেটার জবাব দিবো। ছাত্রদলের সিদ্ধান্ত ছাত্রদলই নেবে।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) রাতে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের সিনিয়র নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন বিএনপি মহাসচিব। 

এক প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন, ছাত্রদলের কমিটি কিভাবে গঠন করবে, যারা এর দায়িত্বে আছেন তারাই বলে দিবেন। 

চেয়ারপাসনের অনুস্থিতিতে ছাত্রদলের কমিটি গঠন প্রসঙ্গে অপর এক প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, গঠনতন্ত্র অনুযায়ী, দলের চেয়ারম্যান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিদ্ধান্ত নিতে পারেন। সেইভাবে প্রেস রিলিজ দেয়া হয়েছে।  

মির্জা ফখরুল বলেন, ছাত্রদলের কাউন্সিল স্থগিতের আদেশটি হঠাৎ করেই এসেছে। সবার অগোচরেই এটা সবার সামনে এসেছে। বিষয়টি সত্যিই রহস্যজনক! এটাতে পরিস্কার বোঝা যায় এতে সরকারের সরাসরি হস্তক্ষেপ আছে। 

তিনি বলেন, বাংলাদেশের এখন যে সরকার আছে তারা কি চায়? বাংলাদেশে গণতন্ত্রের নূন্যতম পরিবেশ থাকুক সেটা তারা চায় না। অত্যন্ত দুঃখজনক, তারা এটা করার জন্য ব্যবহার করছে আদালতকে। এটা কখনও গণতান্ত্রিক রাষ্ট্রের ভবিষ্যৎ রাজনীতির জন্য সুখকর হতে পারে না। যদি তারা মনে করে পৃথিবী যতদিন থাকবে ততদিন তারা ক্ষমতায় থাকবে তাহলে তারা বোকার স্বর্গে বসবাস করছে। যারা রেজিমেন্ট গর্ভমেন্ট চালায় তাদেরকেও চলে যেতে হয়। সব কিছু পরিবর্তন হয়। 

বিএনপির মহাসচিব বলেন, আজকে সরকার যে একটা কালচার তৈরি করেছেন তা একটা রাষ্ট্রের জন্য সত্যিই ভয়াবহ। আদালতকে দিয়ে রাজনীতি নিয়ন্ত্রণ করা এটা খুবই ভয়াবহ। গত ১০ বছর ধরেই আদালতকে দিয়ে তারা এ কাজ করছে। আদালতকে দিয়ে তারা তত্ত্বাবধায়ক সরকার বাতিল করেছে। পরে এই সরকার দেশটাকে একটা অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছে। যা অনেক আগেই আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া বলেছেন। 

বৈঠকে উপস্থিত ছিলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, বেগম সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু প্রমুখ।

প্রসঙ্গত, ১৪ সেপ্টেম্বর শনিবার ছাত্রদলের কাউন্সিল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু গতকাল বৃহস্পতিবার কাউন্সিলের ওপর অস্থায়ী স্থগিতাদেশ দেন আদালত। ছাত্রদলের সদ্য বিলুপ্ত কেন্দ্রীয় কমিটির সহ-ধর্মবিষয়ক সম্পাদক আমানউল্লাহ আমানের এক আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার ঢাকার চতুর্থ সহকারী জজ নুসরাত জাহান বিথি এ আদেশ দেন। এছাড়া বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ১০ নেতাকে কারণ দর্শানোর নির্দেশ দেন আদালত।

টিএস/টিএফ
 

আরও পড়ুন