• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: সেপ্টেম্বর ১৫, ২০১৯, ০১:৫৮ পিএম
সর্বশেষ আপডেট : সেপ্টেম্বর ১৫, ২০১৯, ০৪:৫৬ পিএম

রোহিঙ্গাদের জন্ম সনদ না দেয়ার নির্দেশ এলজিআরডি মন্ত্রীর

রোহিঙ্গাদের জন্ম সনদ না দেয়ার নির্দেশ এলজিআরডি মন্ত্রীর
মতবিনিময় সভায় এলজিআরডি মন্ত্রী তাজুল ইসলাম -ছবি : জাগরণ

রোহিঙ্গাদের জন্ম সনদ না দিতে পৌর মেয়রদের নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী তাজুল ইসলাম।

রোববার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অডিটোরিয়াম মিলনায়তনে পৌরসভা মেয়রদের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই নিদের্শ দেন। এ সময় পৌর মেয়রদের উদ্দেশ করে মন্ত্রী বলেছেন, আপনারা সজাগ থাকবেন। কোনো ভাবেই যেন রোহিঙ্গারা জন্ম সনদ না পায়।

তিনি বলেন,জনগণকে যথাযথ সেবা দিতে পারলেই মানুষ খুশি মনে কর দিবে আর তার মাধ্যমেই দেশ উন্নয়নের অভীষ্ট লক্ষ্যে এগিয়ে যাবে। 

তাই সেবার মান বৃদ্ধিতে পৌরসভার মেয়রদের প্রতি আহ্বান জানান স্থানীয় সরকার মন্ত্রী।

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব হেলালুদ্দীন আহমদের সভাপতিত্বে মতবিনিময় সভায় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাহবুব হোসেন, বাংলাদেশ পৌরসভা সমিতির সভাপতি দেওয়ান কামাল আহমেদ, সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম কোতোয়ালসহ দেশের ৩২৮টি পৌরসভার মেয়রবৃন্দ, মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

সভায় মেয়রগণ তাদের পৌরসভার বিভিন্ন সমস্যাসহ মেয়রদের কয়েকটি দাবির কথা তুলে ধরেন এবং তা সমাধান করার আশ্বাস দেন স্থানীয় সরকার মন্ত্রী।

টিএইচ/বিএস