• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: সেপ্টেম্বর ২২, ২০১৯, ১২:৫২ পিএম
সর্বশেষ আপডেট : সেপ্টেম্বর ২২, ২০১৯, ১২:৫৪ পিএম

কাজাখস্তান গেলেন স্পিকার

কাজাখস্তান গেলেন স্পিকার

আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে রোববার (২২ সেপ্টেম্বর) সকালে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল নিয়ে কাজাখস্তানের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

এ সময় স্পিকারকে বিদায় জানাতে শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে উপস্থিত ছিলেন সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

জানা যায়, স্পিকারের নেতৃত্বে ওই সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধি দলে আছেন- হুইপ ইকবালুর রহিম এমপি, আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি, বেগম সাগুফতা ইয়াসমিন এমপি, বদরুদ্দোজা মো. ফরহাদ হোসেন এমপি এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য অ্যাডভোকেট এ বি এম রিয়াজুল কবীর কাওছার। সম্মেলনটি কাজাখস্তানের রাজধানী আস্তানায় ২৩ ও ২৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।

সংসদ সচিবালয় সূত্র জানায়, সম্মেলন শেষে স্পিকার উগান্ডায় অনুষ্ঠেয় ৬৪তম কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সেও যোগ দেবেন। স্পিকারের নেতৃত্বে এ কনফারেন্সে বাংলাদেশ প্রতিনিধিদলে থাকবেন হুইপ ইকবালুর রহিম এমপি, উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদ এমপি, মো. আবু জাহির এমপি, মোহাম্মাদ নজরুল ইসলাম এমপি ও শিরীন আহমেদ এমপি। উগান্ডার রাজধানী কাম্পালায় ২২ থেকে ২৯ সেপ্টেম্বর কনফারেন্সটি অনুষ্ঠিত হবে। কনফারেন্স শেষে আগামী ২৮ সেপ্টেম্বর স্পিকার দেশে ফিরবেন।

এইচএস/একেএস

আরও পড়ুন