• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: সেপ্টেম্বর ২৩, ২০১৯, ১০:০৬ পিএম
সর্বশেষ আপডেট : সেপ্টেম্বর ২৩, ২০১৯, ১০:০৬ পিএম

পিয়াসী ও ড্রাগন বারে ক্যাসিনোর সামগ্রী পায়নি পুলিশ

পিয়াসী ও ড্রাগন বারে ক্যাসিনোর সামগ্রী পায়নি পুলিশ
ডিবি পুলিশের অভিযান

রাজধানীর মগবাজারের পিয়াসী ও ইস্কাটনের ড্রাগন বারে  অভিযান চালিয়ে কোনো প্রকার ক্যাসিনো বা জুয়ার কোনো সামগ্রী পায়নি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

সোমবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় এ অভিযান পরিচালনা করে ডিবি। 

এ বিষয়ে ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন বলেন, পিয়াসী ও ড্রাগন বারে অবৈধ কোনো জুয়ার আসর বা ক্যাসিনো নেই। এদের বারের অনুমোদন আছে এবং এখানে যারা আসেন তারাও বৈধ গ্রাহক। কেউ কেউ চিকিৎসকের ব্যবস্থাপত্র সঙ্গেও এখানে এসেছেন। এজন্য কোনো আইনি ব্যবস্থা নেয়া যাচ্ছে না।

তিনি আরও বলেন, পিয়াসী বারের মতো রাজধানীর ইস্কাটন রোডের গোল্ডেন ড্রাগন বারেও কিছু পাওয়া যায়নি। অ

ভিযান শেষে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি পশ্চিম) অতিরিক্ত উপ কমিমনার (এডিসি) হাবিবুন্নবী আনিসুর রশিদ বলেন, বারে অনৈতিক কিছু হয় কিনা সেটা দেখতে এ অভিযান পরিচালনা করা হয়। আমরা এদের লাইসেন্স দেখেছি , তাদের কাগজপত্র সব ঠিক আছে।

পুলিশের এ কর্মকর্তা বলেন, যেহেতু এখানে অনৈতিক কিছু ছিল না, তাই কাউকে আটক করা হয়নি। তবে আমাদের এই অভিযান ধারাবাহিকভাবে চলবে।

এইচএম/বিএস 
 

আরও পড়ুন