• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: সেপ্টেম্বর ২৪, ২০১৯, ১১:৫৩ এএম
সর্বশেষ আপডেট : সেপ্টেম্বর ২৪, ২০১৯, ১১:৫৭ এএম

‘জি কে শামীম কী প্রক্রিয়ার এত কাজ পেয়েছিল তার তদন্ত চলছে’

‘জি কে শামীম কী প্রক্রিয়ার এত কাজ পেয়েছিল তার তদন্ত চলছে’
সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দিচ্ছেন সাংগৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম -ছবি : জাগরণ

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, জি কে শামীম কী প্রক্রিয়ায় সরকারি এত কাজ পেয়েছে, তার বিষয়ে তদন্ত চলছে। তদন্ত শেষ হলে এ বিষয়ে জানা যাবে। তবে তদন্ত প্রক্রিয়া চলা অবস্থায় আগাম কোন মন্তব্য করলে তদন্তের গতি ব্যাহত হতে পারে।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকালে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। 

অভিযোগ উঠেছে, পিডাব্লিউডি প্রধান প্রকৌশলীদের ঘুষ দিয়ে তিনি কাজ বাগিয়েছিলেন, এ বিষয়ে তদন্তে উঠে আসবে কি না এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, তদন্ত চলছে। তদন্তে কোনো কিছুই বাদ যাবে না। সব বিষয় উঠে আসবে। 

মন্ত্রণালয় থেকে আলাদা কোনো তদন্ত কমিটি গঠন করা হবে কি না- এমন প্রশ্নের জবাবে শ ম রেজাউল করিম বলেন, তদন্ত চলাকালীন সময়ে আলাদা আরেকটি তদন্ত কমিটি গঠন করা আইনসিদ্ধ নয়। এতে তদন্ত ব্যাহত হতে পারে।

 এমএএম/একেএস

আরও পড়ুন