• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
প্রকাশিত: সেপ্টেম্বর ২৬, ২০১৯, ১১:২৪ এএম
সর্বশেষ আপডেট : সেপ্টেম্বর ২৬, ২০১৯, ১২:৪৮ পিএম

জাতিসংঘের সভায় বক্তব্য দেবেন সাকিব

জাতিসংঘের সভায় বক্তব্য দেবেন সাকিব
সাকিব আল হাসান। ফাইল ফটো

বেশ কয়েকবছর ধরেই জাতিসংঘের সংস্থা ইউনিসেফের শুভেচ্ছা দূতের দায়িত্ব পালন করছেন বাংলাদেশ ক্রিকেট দলের টেস্ট ও টি-টুয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান। তারই ধারাবাহিকতায় এবার তিনি জাতিসংঘ অধিবেশন চলাকালে ইউনিসেফের একটি সভায় যোগ দিতে ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের পথে রওনা হয়েছেন।

দেশ ছাড়ার আগে যমুনা টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে সাকিব বিষয়টি নিজেই নিশ্চিত করে জানিয়েছেন, বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) অনুষ্ঠেয় ওই সভায় উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  

তিনি বলেন, অনেকেই জানে না যে ইউনিসেফের তরফ থেকে জাতিসংঘের একটি সভায় আমি যোগ দিতে যাচ্ছি। সেখানে মাননীয় প্রধানমন্ত্রীও থাকবেন। সভায় আমাকে একটা বক্তব্যও রাখতে হবে। 

জাতিসংঘের কোনো সভায় যোগ দিতে পারাকে অত্যন্ত গর্বের বিষয় উল্লেখ করে টাইগারদের এই বিশ্বসেরা অলরাউন্ডার বলেন, বাংলাদেশকে এমন একটি পর্যায়ে প্রতিনিধিত্ব করার সুযোগ আসলে আমি খুবই বিশেষ কিছু অনুভব করি।  

সাকিব জাতিসংঘের সভায় যোগদান শেষে ক্যারিবীয়ান প্রিমিয়ার লীগে (সিপিএল) খেলতে যাবেন।  

আরআইএস 

আরও পড়ুন