• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
প্রকাশিত: সেপ্টেম্বর ২৬, ২০১৯, ০২:৩৩ পিএম
সর্বশেষ আপডেট : সেপ্টেম্বর ২৬, ২০১৯, ০২:৩৩ পিএম

বিএনপির উচিত ছিল শেখ হাসিনাকে ধন্যবাদ দেয়া: ওবায়দুল কাদের

বিএনপির উচিত ছিল শেখ হাসিনাকে ধন্যবাদ দেয়া: ওবায়দুল কাদের
সিলেটে হজরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারতে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগ নিজেদের ঘর থেকেই শুদ্ধি অভিযান শুরু করেছে, বিএনপি যা পারেনি। আর এটা অব্যাহত থাকবে। এ কারণে বিএনপির উচিত ছিল আওয়ামী লীগ ও শেখ হাসিনাকে ধন্যবাদ দেয়া।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব মন্তব্য করেন তিনি। 

মন্ত্রী বলেন, দেশে বিএনপির আমল থেকেই টেন্ডারবাজি, দুর্নীতি, চাঁদাবাজিসহ সন্ত্রাসের যাত্রা শুরু হয়েছিল। কিন্তু তখন তারা কোনো ধরনের পদক্ষেপ নেয়নি।

তিনি আরো বলেন, সরকারের জনপ্রিয়তা অনেকগুণ বেড়ে গেছে। শুধু সমালোচনার জন্য সমালোচনা না করে বরং গঠনমূলক সমালোচনা করতে বিএনপির নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।

এরপর সিলেটে হজরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারত করেন মন্ত্রী। 

আরএম/টিএফ
 

আরও পড়ুন