• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: সেপ্টেম্বর ৩০, ২০১৯, ০২:৫০ পিএম
সর্বশেষ আপডেট : সেপ্টেম্বর ৩০, ২০১৯, ০২:৫০ পিএম

ক্যাসিনো হোতাদের সম্পদ অনুসন্ধানে মাঠে দুদক

ক্যাসিনো হোতাদের সম্পদ অনুসন্ধানে মাঠে দুদক

ক্যাসিনোর সাথে জড়িতদের সম্পদের তথ্য অনুসন্ধানে মাঠে নামছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তারই অংশ হিসেবে অনুসন্ধানকারী কর্মকর্তা নিয়োগ দেয়া হয়েছে।

সোমবার (৩০ সেপ্টেম্বর) সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য বিষয়টি নিশ্চিত করেছেন।

অবৈধ ক্যাসিনোর মাধ্যমে যারা অঢেল সম্পদের মালিক হয়েছেন সেই সব হোতাদের বিরুদ্ধে খুব শিগগিরই অনুসন্ধান চালানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে দুদকের জরুরি সভায়। ক্যাসিনোর মাধ্যমে যে বা যারা জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত সম্পদের মালিক হয়েছেন মর্মে অভিযোগ রয়েছে, তাদের বিরুদ্ধে অনুসন্ধানের দায়িত্ব দেয়া হয়েছে দুদক পরিচালক সৈয়দ ইকবাল হোসেনকে। আর তদন্ত কর্মকর্তা হলেন সংস্থাটির মহাপরিচালক (বিশেষ তদন্ত) সাঈদ মাহবুব খান।

এইচএস/এসএমএম

আরও পড়ুন