• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: অক্টোবর ৫, ২০১৯, ০১:৩৪ পিএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ৫, ২০১৯, ০২:১২ পিএম

দিল্লির হায়দ্রাবাদ হাউজে বৈঠকে হাসিনা-মোদী

দিল্লির হায়দ্রাবাদ হাউজে বৈঠকে হাসিনা-মোদী
নয়াদিল্লির হায়দারাবাদ হাউজে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভ্যর্থনা জানান নরেন্দ্র মোদী

বাংলাদেশ-ভারতের দ্বিপাক্ষিক বিভিন্ন ইস্যু নিয়ে নয়াদিল্লির হায়দ্রাবাদ হাউজে বৈঠকে বসেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 

শনিবার (০৫ অক্টোবর) সকাল সাড়ে ১১টার পর এ বৈঠক শুরু হয়।

এর আগে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা হায়দ্রাবাদ হাউজে পৌঁছালে প্রধান ফটকে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান নরেন্দ্র মোদী।

হায়দ্রাবাদ হাউজে প্রথমে একান্ত বৈঠকে বসেছেন দুই দেশের প্রধানমন্ত্রী। পরে, তাদের নেতৃত্বে প্রতিনিধি পর্যায়ে দ্বিপাক্ষিক বৈঠক হবে। 

বৈঠক শেষে দুই দেশের মধ্যে বেশ কয়েকটি সমঝোতা স্মারক ও চুক্তি সই হওয়ার কথা রয়েছে। সমঝোতা স্মারক ও চুক্তি সইয়ের পর শেখ হাসিনা ও নরেন্দ্র মোদী যৌথভাবে কয়েকটি প্রকল্পের উদ্বোধন করবেন।

হায়দ্রাবাদ হাউজে আজ  মধ্যাহ্নভোজে অংশ নেবেন শেখ হাসিনা। বিকেলে ভারতের রাষ্ট্রপতি ভবনে দেশটির রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী।

বিকেলে হোটেল তাজমহলে এক অনুষ্ঠানে শেখ হাসিনাকে ‘ঠাকুর শান্তি পুরস্কার’ দেবে এশিয়াটিক সোসাইটি। 

রোববার (৬ অক্টোবর) বেশ কিছু কর্মসূচিতে অংশগ্রহণ শেষে রাতে ঢাকায় ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার।

বিএস 
 

আরও পড়ুন