• ঢাকা
  • মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: অক্টোবর ৫, ২০১৯, ০৮:৫৪ পিএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ৫, ২০১৯, ০৯:৩২ পিএম

ঠাকুর শান্তি পুরস্কারে ভূষিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ঠাকুর শান্তি পুরস্কারে ভূষিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা
ঠাকুর শান্তি পুরস্কার গ্রহণ করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা -ছবি : সংগৃহীত

ক্ষুধা, দারিদ্র্য ও দুর্নীতির বিরুদ্ধে অবদান রাখায় ‘রবীন্দ্রনাথ ঠাকুর শান্তি পুরস্কার’ এ ভূষিত হলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার (৫ অক্টোবর) বিকেলে ভারতের রাজধানী নয়াদিল্লির তাজমহল হোটেলে দি এশিয়াটিক সোসাইটির সভাপতি আশা মোহাম্মদ প্রধানমন্ত্রীর হাতে এ পুরস্কার তুলে দেন।

ঠাকুর শান্তি পুরস্কার হচ্ছে সাংস্কৃতিক সম্প্রীতির জন্য নোবেলজয়ী রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশত জন্মবার্ষিকীর স্মরণে দেয়া একটি পুরস্কার। ২০১২ সালে এই পুরস্কার প্রবর্তন করা হয়। সাংস্কৃতিক সম্প্রীতির মূল্যবোধ প্রচারের ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য ব্যক্তি, সমিতি, প্রতিষ্ঠানকে এই পুরস্কার দেয়া হয়।

ঠাকুর শান্তি পুরস্কার মনোনয়নের ক্ষেত্রে সাধারণত, পূর্ববর্তী ১০ বছর সময়কালের অবদানগুলো বিবেচনা করা হয়। ২০১২ সালে প্রথম ঠাকুর পুরস্কার প্রদান করা হয়েছিল। প্রথম ঠাকুর পুরস্কার পান ভারতের আধ্যাত্মিক নেতা রবি শঙ্কর। দ্বিতীয়বার ২০১৩ সালে এই পুরস্কার পান ভারতের জুবিন মেহতা। এবার পেলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।

এসকে/এসএমএম

আরও পড়ুন