• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: অক্টোবর ৬, ২০১৯, ০২:৫২ পিএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ৬, ২০১৯, ০২:৫৪ পিএম

শেখ হাসিনার সম্মানে মোদীর ‘বাংলা টুইট’

শেখ হাসিনার সম্মানে মোদীর ‘বাংলা টুইট’
বাংলা ভাষায় করা ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর টুইট

চারদিনব্যাপী রাষ্ট্রীয় সফরে ভারতে অবস্থানরত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় বৈঠক শেষে এ প্রসঙ্গে বাংলা ভাষায় একটি টুইটার বার্তা পোস্ট করেন  দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার (৫ অক্টোবর) রাজধানী নয়াদিল্লির হায়দরাবাদ হাউসে শীর্ষ এই দুই নেতার মধ্যে বৈঠকটি অনুষ্ঠিত হয়।

গুরুত্বপূর্ণ এই বৈঠক সম্পর্কে বাংলা ভাষায় করা নিজের এই  টুইট প্রধানমন্ত্রী মোদী লিখেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে অসাধারণ একটি আলোচনা হয়েছে। আমরা ভারত এবং বাংলাদেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্কের সকল বিষয়ে পর্যালোচনা করেছি।’ 

এদিন দুপুরে হায়দরাবাদ হাউসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকের পর টুইট বার্তায় প্রধানমন্ত্রী মোদী বলেছিলেন, ‘আমাদের এই আলোচনা দুই দেশের জনগণের কল্যাণ ও অগ্রগতিতে আরও জোরালো ভূমিকা পালন করবে।’

প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের ইস্যুতে উচ্ছ্বাস প্রকাশ করে ভারতীয় প্রধানমন্ত্রী বলেছিলেন, ‘ভারত সবসময় বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে মূল্য দেয়। গোটা বিশ্বে দুই বন্ধুত্বপূর্ণ প্রতিবেশীর মধ্যে সহযোগিতার অনন্য উদাহরণ এই ভারত-বাংলাদেশ সম্পর্ক। আমাদের আজকের এই আলোচনা দেশ দুটির সম্পর্ককে আরও জোরালো করবে।’

এবার দেশ দুটির সরকার প্রধানের বৈঠকে উভয় দেশের মধ্যে মোট ৭টি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। তাছাড়া বৈঠক শেষে প্রতিবেশী এই রাষ্ট্র দুটির সরকার প্রধান মোট তিনটি যৌথ প্রকল্পের উদ্বোধন করেন।

যেখানে তারা পানি বণ্টন, বন্দর ব্যবহার, শিক্ষা, সংস্কৃতি ও উপকূলীয় নজরদারি সংক্রান্ত বিষয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরালো করতে দিল্লি ও ঢাকার মধ্যে সাতটি চুক্তি ও সমঝোতা স্বারক সই করেছে। দেশ দুটির প্রধানমন্ত্রীর উপস্থিতিতে শনিবার দিল্লির হায়দরাবাদ হাউসে এসব চুক্তি ও সমঝোতা হয়।

বাংলাদেশের প্রধানমন্ত্রীর সম্মানে করা ভারতীয় প্রধানমন্ত্রীর এই বাংলা টুইট কূটনৈতিক মহলে প্রশংসিত হয়। আজ সফরের শেষ দিনের কার্যক্রম সম্পন্ন হলে দেশে ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার।

এসকে

আরও পড়ুন