• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: অক্টোবর ৭, ২০১৯, ১০:৪২ এএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ৭, ২০১৯, ১০:৪২ এএম

ধর্ষণের অভিযোগে নেপালের সাবেক স্পিকার গ্রেফতার

ধর্ষণের অভিযোগে নেপালের সাবেক স্পিকার গ্রেফতার
নেপালের পার্লামেন্টের সাবেক স্পিকার কৃষ্ণ বাহাদুর মহারা

নেপালের পার্লামেন্টের এক কর্মীকে ধর্ষণের অভিযোগে সাবেক স্পিকার কৃষ্ণ বাহাদুর মহারাকে গ্রেফতার করেছে সে দেশে পুলিশ।

ওই নারী কর্মীর অভিযোগ, গত ২৯ সেপ্টেম্বর (শনিবার) মহারা মদ্যপ অবস্থায় তার বাসায় ঢুকে তাকে যৌন নিপীড়ন করেন।

এই অভিযোগের পরিপ্রেক্ষিতে কাঠমান্ডুর একটি আদালত মহারার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

নির্যাতনের শিকার ওই নারী স্থানীয় গণমাধ্যমকে দেয়া সাক্ষাতকারে বলেন, আমি ভাবতেও পারি নি এমন কিছু ঘটতে পারে। তিনি আমার ওপর ঝাঁপিয়ে পড়েন। আমি পুলিশকে খবর দেয়ার হুমকি দেবার পর তিনি চলে যান।

গ্রেফতারি পরোয়ানা জারির আগেই গত মঙ্গলবার নিজ পদ থেকে ইস্তফা দিয়েছিলেন সাবেক এই মাওবাদী বিদ্রোহী। তবে তিনি ধর্ষণের অভিযোগ অস্বীকার করেছেন।

কৃষ্ণ বাহাদুর মহারা ২০০৬ সালে নেপালে এক দশক ধরে চলা গৃহযুদ্ধ অবসানে শান্তি চুক্তিতে মাওবাদীদের পক্ষ থেকে প্রধান আলোচক ছিলেন। ২০১৭ সালে বিদ্রোহী এবং মধ্যপন্থি কমিউনিস্টদের জোট বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসার পর তিনি পার্লামেন্টের স্পিকার নির্বাচিত হন। চ্যানেল আই

এসএমএম