• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: অক্টোবর ৮, ২০১৯, ০৫:৩৫ পিএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ৮, ২০১৯, ০৫:৫২ পিএম

‘বুয়েটে ছাত্ররাজনীতি থাকার কোনো প্রয়োজন নেই’

‘বুয়েটে ছাত্ররাজনীতি থাকার কোনো প্রয়োজন নেই’
আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে কথা বলছেন অধ্যাপক মিজানুর রহমান -ছবি : কাশেম হারুন

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) মেধাবী ছাত্র আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে দেখা করতে এসে তোপের মুখে পড়েন বিশ্ববিদ্যালয়টির ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক মিজানুর রহমান।

মঙ্গলবার (৮ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে ক্যাম্পাসে আসেন মিজানুর রহমান। এ সময় আন্দোলনকারীরা তাকে ঘিরে ধরে। শিক্ষার্থীরা ক্যাম্পাসে ছাত্ররাজনীতি বন্ধের জন্য তার কাছে দাবি জানায়।

শিক্ষার্থীরা বলেন, ‘স্যার, যে ঘটনা ঘটলো ক্যাম্পাসে, তাতে আপনি ছাত্ররাজনীতি বন্ধের ঘোষণা দেবেন কি-না।’ কিন্তু শিক্ষার্থীরা ছাত্রকল্যাণ পরিচালকের কাছ থেকে সন্তোষজনক জবাব না পেয়ে বিক্ষুব্দ হয়ে ওঠে শিক্ষার্থীরা।

এ সময় তাদের শান্ত করতে অধ্যাপক মিজানুর রহমান বলেন, ‘আমি মনে করি বুয়েট ক্যাম্পাসে ছাত্ররাজনীতির প্রয়োজন নেই।’

তিনি বলেন, ‘আমাদের বর্তমান যে পরিস্থিতি তাতে বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্ররাজনীতির প্রয়োজন নাই।’

এ সময় শিক্ষার্থীরা করতালি দিয়ে তাকে অভিনন্দন জানায়।

এরপর শিক্ষার্থীরা বুয়েট উপাচার্যকে ক্যাম্পাসে আনার জন্য ছাত্রকল্যাণ পরিচালককে অনুরোধ করেন।

ফাহাদ হত্যার বিচার দাবিতে মঙ্গলবার (৮ অক্টোবর) সকাল ৯টা থেকে দ্বিতীয় দিনের মতো আন্দোলনে নেমেছে বুয়েটের সাধারণ শিক্ষার্থীরা। ফাহাদ হত্যার বিচারে আট দফা জানিয়েছে তারা।

এসএমএম

আরও পড়ুন