• ঢাকা
  • মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: অক্টোবর ৮, ২০১৯, ০৮:২৪ পিএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ৮, ২০১৯, ০৮:২৪ পিএম

ফাহাদ হত্যাকারীদের বিচারের দাবিতে কুষ্টিয়ায় মানববন্ধন

ফাহাদ হত্যাকারীদের বিচারের দাবিতে কুষ্টিয়ায় মানববন্ধন
ফাহাদ হত্যাকারীদের বিচার দাবিতে জাতীয় মানবাধিকার সমিতি কুষ্টিয়া শাখার মানববন্ধন - ছবি : জাগরণ

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদের দাফন মঙ্গলবার (৮ অক্টোবর) কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের রায়ডাঙ্গায় সম্পন্ন হয়েছে। জানাজা শেষে বেলা সাড়ে ১১টায় ফাহাদ হত্যাকারীদের বিচারের দাবিতে বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতি কুষ্টিয়া জেলা শাখার আয়োজনে কুষ্টিয়া প্রেসক্লাবের সামনে মানববন্ধন হয়।

মানববন্ধনে বক্তব্য দেন বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতি কুষ্টিয়া জেলা শাখার সভাপতি জান্নাতুল ফেরদৌস জিনিয়া, সহসভাপতি অর্পণ মাহমুদ, সাধারণ সম্পাদক শাহারিয়া ইমন রুবেল, যুগ্ম সাধারণ সম্পাদক রাব্বি আলামিন, সাংগঠনিক সম্পাদক অঞ্জন কৃষ্ণ শীল, অর্থ সম্পাদক শরিফুল ইসলাম শরিফ, দপ্তর সম্পাদক জুলিয়া পারভীন প্রমুখ।

বক্তারা বলেন, যারা মানুষের কথা বলে, দেশের কথা বলে, তাদের মৃত্যু নেই, তারা সব সময় রয়ে যায় মানুষের হৃদয়ে। আর যারা ওই দেশপ্রেমিকদের হত্যা করে তাদেরকে ঘৃণার পাত্র হয়ে অমানুষের খেতাব নিয়ে বেঁচে থাকতে হয়। মানববন্ধনে আবরার ফাহাদের হত্যাকারীদের সুষ্ঠু তদন্তের মাধ্যমে দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির দাবি করা হয়।

টিএইচ/এনআই

আরও পড়ুন