• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: অক্টোবর ৯, ২০১৯, ০৪:৪৬ পিএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ৯, ২০১৯, ০৪:৪৯ পিএম

দাবি মেনে শেরে বাংলা হলের প্রভোস্টের পদত্যাগ

দাবি মেনে শেরে বাংলা হলের প্রভোস্টের পদত্যাগ
বুয়েট শহীদ মিনার এলাকায় আন্দোলনরত শিক্ষার্থীরা -ছবি : কাশেম হারুন

বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে ছাত্র-শিক্ষক আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন শেরে বাংলা হলের প্রভোস্ট অধ্যাপক জাফর ইকবাল খান।

বুধবার (৯ অক্টোবর) বুয়েট শহীদ মিনার এলাকায় অবস্থান নিয়ে থাকা আন্দোলনকারীদের সামনে এসে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি একেএম মাসুদ শিক্ষার্থীদের এ কথা জানান।

একইসঙ্গে শিক্ষার্থীদের সুরক্ষা দিতে ব্যর্থতার জন্য শিক্ষক সমিতির পক্ষ থেকে উপাচার্য অধ্যাপক সাইফুল ইসলামের পদত্যাগ দাবি করেন শিক্ষক সমিতির সভাপতি।

রোববার সন্ধ্যায় বুয়েটের তড়িৎ কৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ও শেরে বাংলা হলের আবাসিক ছাত্র আবরার ফাহাদকে ডেকে নিয়ে যায় হলের কিছু ছাত্রলীগ নেতা। শিবির সন্দেহে তাদের জিজ্ঞাসাবাদ ও নির্যাতনের এক পর্যায়ে গভীর রাতে হলেই তার মৃত্যু হয়।

একেএস

আরও পড়ুন