• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: অক্টোবর ৯, ২০১৯, ০৫:০৫ পিএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ৯, ২০১৯, ০৫:০৯ পিএম

ফাহাদ আমার প্রিয় ছাত্র : শেরে বাংলা হল প্রভোস্ট

ফাহাদ আমার প্রিয় ছাত্র : শেরে বাংলা হল প্রভোস্ট

শেরে বাংলা হলের পদত্যাগী প্রভোস্ট ড. জাফর ইকবাল বলেছেন, আমি ওইদিন রাত ৩টা থেকে সকাল ৯টা পর্যন্ত এক জায়গায় দাঁড়িয়ে ছিলাম। কারণ আমার সন্তান মারা গেছে, আমি মর্মাহত। ও (আবরার ফাহাদ) আমার প্রিয় ছাত্র। ওর মৃত্যু আমি সহ্য করতে পারিনি।

বুধবার (৯ অক্টোবর) বুয়েটে শিক্ষক শিক্ষার্থীদের মানববন্ধন শেষে আন্দোলনরতদের দাবির মুখে এসব কথা বলেন তিনি।

এর আগে, দুপুর ৩টায় বুয়েট শিক্ষক সমিতির সভাপতির সংবাদ সম্মেলনে শেরে বাংলা হলের প্রভোস্ট ড. জাফর ইকবালের পদত্যাগের ঘোষণা দেয়া হয়।

এদিকে, আবরার ফাহাদ হত্যার ঘটনায় ছাত্রদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে বুয়েটের শিক্ষকরা। একসঙ্গে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। মানববন্ধনে আবরার হত্যার প্রতিবাদ ও সুষ্ঠু বিচার প্রার্থনা করা হয়।

এইচএস/একেএস

আরও পড়ুন