• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: অক্টোবর ১০, ২০১৯, ০৯:২৫ এএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ১০, ২০১৯, ০৯:৫২ এএম

সাদ এরশাদের শপথ বেলা ১২টায়

সাদ এরশাদের শপথ বেলা ১২টায়
আল মাহি সাদ এরশাদ

রংপুর-৩ আসনের উপনির্বাচনে জয়ী হওয়া সাবেক প্রেসিডেন্ট এরশাদপুত্র রাহাগীর আল মাহি সাদ এরশাদ আজ শপথ নিচ্ছেন।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) বেলা ১২টায়  ‘স্পিকারের কার্যালয়ে’ তাকে শপথ বাক্য পাঠ করাবেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। সংসদ সচিবালয় সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

প্রসঙ্গত, গত ৫ অক্টোবর রংপুর-৩ আসনের উপনির্বাচনে ৪২ হাজারেরও বেশি ভোটের ব্যবধানে বেসরকারিভাবে বিজয়ী হন সাদ এরশাদ। ১৭৫ কেন্দ্রে তিনি পান ৫৮ হাজার ৮৭৮ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী রিটা রহমান পান ১৬ হাজার ৯৪৭ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী এরশাদের ভাতিজা হোসেন মকবুল শাহরিয়ার আসিফ পান ১৪ হাজার ৯৮৪ ভোট।

এইচএস/টিএফ

আরও পড়ুন