• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: অক্টোবর ১৬, ২০১৯, ০৯:১৮ পিএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ১৬, ২০১৯, ০৯:২৫ পিএম

রোববার যুবলীগের বৈঠক

ওমর ফারুক ও শাওনকে গণভবনে যেতে মানা 

ওমর ফারুক ও শাওনকে গণভবনে যেতে মানা 
ওমর ফারুক চৌধুরী ও নুরুন্নবী চৌধুরী শাওন (ডানে)

যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী ও প্রেসিডিয়াম সদস্য নুরুন্নবী চৌধুরী শাওনকে এমপিকে গণভবনে যুবলীগের কেন্দ্রীয় কমিটির বৈঠকে যেতে মানা করে দিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা।

বুধবার (১৬ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন যুবলীগের সাধারণ সম্পাদক হারুনুর রশীদ।

শুক্রবার (১৮ অক্টোবর) বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ওইদিন শেখ রাসেলের জন্মদিন থাকায় দিনক্ষণ পরিবর্তন করা হয়। আগামী রোববার (২০ অক্টোবর) বিকাল ৫টায় গণভবনে বৈঠকটি অনুষ্ঠিত হবে। 

বুধবার (১৬ অক্টোবর) সকালে যুবলীগ সাধারণ সম্পাদক প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে শুক্রবার বৈঠকের সময় জানিয়েছিলেন। কিন্তু পরবর্তীতে তার একান্ত সহকারী সচিব গাজী হাফিজুর রহমান লিকু হারুনুর রশীদকে ফোন করে তারিখ পরিবর্তনের বিষয়টি জানান। একই সঙ্গে ওবায়দুল কাদের যুবলীগ হারুনুর রশীদকে বলেন, প্রধানমন্ত্রী চান না এই বৈঠকে যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী এবং নুরুন্নবী চৌধুরী শাওন থাকুক।

আওয়ামী লীগের একটি সূত্র জানায়, রোববারের বৈঠকে কারা কারা যাবেন, তা ঠিক করতে বৃহস্পতিবার (১৭ অক্টোবর) যুবলীগের উচ্চপর্যায়ের নেতৃবৃন্দ বৈঠক করবেন।

এমএএম/একেএস/এসএমএম

আরও পড়ুন