• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
প্রকাশিত: অক্টোবর ১৭, ২০১৯, ০২:২৪ পিএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ১৭, ২০১৯, ০২:৫৪ পিএম

অসাম্প্রায়িক চেতনার বাংলাদেশে কেন অহেতুক রক্তপাত?

অসাম্প্রায়িক চেতনার বাংলাদেশে কেন অহেতুক রক্তপাত?
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল

অসাম্প্রায়িক চেতনার বাংলদেশে কেন অহেতুক রক্তপাত হবে? প্রশ্ন রেখে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন বলেছেন, জঙ্গি ও সন্ত্রাস দমনে বাংলাদেশ নজির সৃষ্টি করেছে। বঙ্গবন্ধু যে অসাম্প্রদায়িক বাংলাদেশের স্বপ্ন দেখতেন, সেই অসাম্প্রায়িক চেতনার বাংলদেশে কেন অহেতুক রক্তপাত হবে?

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকালে রাঙ্গামাটি ক্ষুদ্র নৃ গোষ্ঠী ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত তিন পার্বত্য জেলার বিশেষ আইন-শৃঙ্খলা বিষয়ক সভায় তিনি এসব কথা বলেন। 

স্বরাষ্ট্রমন্ত্রী এসময় পার্বত্য শান্তি চুক্তিকে মেনে পার্বত্য চট্টগ্রামে শান্তির সুবাতাস আনতে সবাইকে ঐকবদ্ধভাবে কাজ করার আহবান জানান।

সভায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং, রাঙ্গামাটির সংসদ সদস্য দীপংকর তালুকদার, পুলিশ মহাপরিদর্শক ডক্টর মো. জাবেদ পাটোয়ারী, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. আব্দুল মান্নানসহ তিন পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান, তিন পার্বত্য জেলা প্রশাসক, পুলিশ ও বিজিবিসহ আইন-শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরএম/বিএস