• ঢাকা
  • মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: অক্টোবর ২০, ২০১৯, ০৭:০০ পিএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ২০, ২০১৯, ০৭:০০ পিএম

ভোলার পুলিশ সুপার জানালেন

এক যুবকের ফেসবুক আইডি হ্যাক করেই পাঠানো হয় মেসেজ

এক যুবকের ফেসবুক আইডি হ্যাক করেই পাঠানো হয় মেসেজ

এক যুবকের ফেসবুক মেসেঞ্জার থেকে বিভিন্নজনের কাছে যাওয়া ধর্মীয় আক্রমণাত্মক মেসেজ থেকেই ভোলার বোরহানউদ্দিনের উত্তেজনার সূত্রপাত। সেই যুবকের দাবি, তার ফেসবুক আইডি হ্যাক হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য শুক্রবার (১৮ অক্টোবর) রাতেই আটক করে পুলিশ। আটক করা হয় হ্যাকিংয়ে সংশ্লিষ্টদেরও।

ভোলার পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার বলেন, ‘শুভ নামের এক যুবকের ফেসবুক আইডি হ্যাক হয়েছিল গত ১৮ অক্টোবর। আমরা এর সাথে সংশ্লিষ্ট সবাইকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে নিয়ে আসি। গতকাল (শনিবার) স্থানীয় জনপ্রতিনিধি, ইমাম-আলেম ও গণ্যমান্যদের সাথে বিষয়টি নিয়ে আলাপ করি। ওনারা আমাদের বলেন যে এ নিয়ে ওনাদের সমাবেশটি স্থগিত করবেন। তারপর আজ (রোববার) সকাল থেকেই দেখি ওনারা মাইক নিয়ে এসেছেন, স্টেজ বানাচ্ছেন। তখন সেখানে পুলিশ মোতায়েন করা হয়।’

শুরুতে এই সমাবেশ শান্তিপূর্ণ ছিল উল্লেখ করে পুলিশ সুপার বলেন, ‘আমি গিয়ে তাদের সাথে কথা বলি। তারা আমার কথায় আশ্বস্ত হয়েছিল। ধারণা করেছিলাম সবাই চলে যাবে। আমি স্টেজ থেকে নামার পর হঠাৎ একদল জনতা আমাদের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকে। আমরা আত্মরক্ষার্থে পাশের মাদ্রাসা ভবনে আশ্রয় নেই। কিন্তু ওরা সেখানেও আক্রমণ করে। পরবর্তীতে তারা দরজা-জানালা ভেঙে ফেলে। আমাদের একজন পুলিশ সদস্য তাদের গুলিতে আহত হন। তার বুকের ডান পাশে গুলি লেগেছে। যার প্রত্যক্ষদর্শী ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার। তাকে হাসপাতালে পাঠানো হয়। আত্মরক্ষার্থেই পুলিশ গুলি করে। আমরা আমাদের ব্যবস্থাপনায় ৪ জন আহতকে হাসপাতালে নিয়ে যাই। তাদের মধ্যে ৩ জন মারা গেছেন।’

জানা গেছে, ভোলার বোরহানউদ্দিন উপজেলায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে হজরত মোহাম্মদ (সা.) কে নিয়ে কটূক্তি করার অভিযোগ ওঠে বিপ্লব চন্দ্র শুভ নামের এক যুবকের বিরুদ্ধে। তার ফেসবুক আইডি থেকে তার ফ্রেন্ডলিস্টের বেশ কয়েকজনের কাছে আল্লাহ ও রাসুল (সা.) কে নিয়ে কুরুচিপূর্ণ মেসেজ যায়। এরপর কয়েকটি আইডি থেকে মেসেজগুলোর স্ক্রিনশট নিয়ে ফেসবুকে দেয়া হলে প্রতিবাদের ঝড় ওঠে। এ অবস্থায় সন্ধ্যার পর বিপ্লব চন্দ্র বোরহানউদ্দিন থানায় আইডি হ্যাক হয়েছে মর্মে জিডি করতে গেলে পুলিশ বিষয়টি তদন্ত ও জিজ্ঞাসাবাদের জন্য বিপ্লব চন্দ্রকে তাদের হেফাজতে রাখে।

এনআই

আরও পড়ুন