• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
প্রকাশিত: অক্টোবর ২১, ২০১৯, ০৩:৪৩ পিএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ২১, ২০১৯, ০৭:০৫ পিএম

শর্তসাপেক্ষে ফরিদপুরকে সিটি করপোরেশন করার অনুমোদন

শর্তসাপেক্ষে ফরিদপুরকে সিটি করপোরেশন করার অনুমোদন
প্রেস ব্রিফিং করছেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম -ছবি : জাগরণ

শর্তসাপেক্ষে ফরিদপুর জেলাকে সিটি করপোরেশন করার প্রস্তাবের অনুমোদন দিয়েছে প্রশাসনিক সংক্রান্ত জাতির বাস্তবয়ন কমিটি নিকার। তবে বিভাগ বাস্তবায়নের পর পরই ফরিদপুরকে সিটি করপোরেশন করা হবে। একই সঙ্গে বৈঠকে দেশে আর কোনও স্থানে বিভাগ না হলে সেখানে সিটি করপোরেশন অনুমোদন দেয়া হবে না বলে সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সোমবার (২০ অক্টোবর) দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।

মন্ত্রিপরিষদ সচিব জানান, সভায় মোট ১৫টি প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে। এর মধ্যে সিলেটের বিশ্বনাথকে পৌরসভা এবং নোয়াখালীর ভাসানচরসহ ৭টি থানার অনুমোদন দিয়েছে নিকার। ৭ টি থানা গঠনের প্রস্তাব অনুমোদন করা হয়েছে সেগুলো হলো চুয়াডাঙ্গার দর্শনা, পদ্মা সেতুর উত্তরপারে পদ্মা উত্তর থানা, দক্ষিণপারে পদ্মার দক্ষিণ থানা, ঠাকুরগাঁওয়ে ভুল্লী, ভাসানচর, রাঙ্গুনিয়া দক্ষিণ এবং কক্সবাজারের ঈদগাহ।

পৌরসভা সম্প্রসারণ করার প্রস্তাব দেয়া হয়েছে- গোপালগঞ্জ, মোংলা, নারায়ণগঞ্জ, কালিয়াকৈর ও কুমিল্লার আদর্শনগর সদর।

এমএএম/এসএমএম