• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: অক্টোবর ২১, ২০১৯, ০৫:০৭ পিএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ২১, ২০১৯, ০৫:১১ পিএম

খালেদার সঙ্গে সাক্ষাতের অনুমতি পাচ্ছেন ঐক্যফ্রন্ট নেতারা

খালেদার সঙ্গে সাক্ষাতের অনুমতি পাচ্ছেন ঐক্যফ্রন্ট নেতারা
স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে ডা. জাফরুল্লাহ চৌধুরীসহ জাতীয় ঐক্যফ্রন্ট নেতৃবৃন্দ--ছবি : জাগরণ

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সাথে দেখা করেছেন আ স ম আবদুর রবের নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্ট নেতৃত্ববৃন্দ। 

সোমবার (২১ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় জাতীয় ঐক্যফ্রন্ট নেতৃবৃন্দ সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠকে বসেন। বৈঠকে তারা বলেন সরকার অনুমতি দিলে কারাবন্দি খালেদা জিয়ার সাথে দেখা করবেন জাতীয় ঐক্যফ্রন্ট নেতৃবৃন্দ। সেজন্য অনুমতি প্রয়োজন। সে বিষয় নিয়েই স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক করেছেন নেতৃবৃন্দ।

বৈঠকসূত্রে জানা গেছে, কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাথে দেখা করার অনুমতি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তবে দেখা করা দিনক্ষণ এখনও ঐক্যফন্ট থেকে গণমাধ্যমে জানান হয়নি।  

আ স ম আবদুর রব ছাড়াও স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে যোগ দেন ইকবাল হাসান মাহমুদ টুকু, অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, অধ্যাপক নূরুল আলম চৌধুরী, ড. জাফরুল্লাহ্ চৌধুরী, ড. রেজা কিবরিয়া, শহিদ উদ্দিন মাহমুদ স্বপন ও জাহাঙ্গীর আলম মিন্টু।

এমএএম/এসএমএম

আরও পড়ুন