• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: নভেম্বর ৬, ২০১৯, ০১:১৮ পিএম
সর্বশেষ আপডেট : নভেম্বর ৬, ২০১৯, ০১:২৫ পিএম

গার্মেন্টসের সমস্যা সমাধানে বাণিজ্য মন্ত্রীর বৈঠক

গার্মেন্টসের সমস্যা সমাধানে বাণিজ্য মন্ত্রীর বৈঠক
নেতৃবৃন্দের সঙ্গে বাণিজ্য মন্ত্রীর বৈঠক চলছে- ছবি: জাগরণ

গার্মেন্টসে বিদ্যমান সমস্যা সমাধানে ব্যবসায়ী নেতৃবৃন্দের সঙ্গে বাণিজ্য মন্ত্রীর বৈঠক শুরু হয়েছে।

বুধবার (৬ নভেম্বর) দুপুর ১২টায় শুরু হওয়া এ বৈঠকে যোগাযোগ দিয়েছেন- বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি, অর্থ মন্ত্রণালয়ের ব্যাংকিং বিভাগের সচিব রউফ তালুকদার, এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিম, বিজিএমইএ সভাপতি রুবানা হক, শফিউল ইসলাম মহিউদ্দিন। 

বৈঠকে রুবানা হক গার্মেন্টস শিল্পের বর্তমান অবস্থাকে ভয়াবহ উল্লেখ করে এখনই সরকারের সহযোগিতা কামনা করেন। গত বছরের তুলনায় রপ্তানি খুবই খারাপ অবস্থায় এসে গেছে। চলতি বছরে ৩৩ হাজার গার্মেন্টস শ্রমিক চাকরি হারিয়েছেন বলেও জানান তিনি।

এই রিপোর্ট লেখার সময় বৈঠক চলছিল। 

এমএএম/টিএফ

আরও পড়ুন