• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: নভেম্বর ৯, ২০১৯, ০৫:৫৮ পিএম
সর্বশেষ আপডেট : নভেম্বর ১০, ২০১৯, ০৫:২৬ পিএম

রোববার ঈদে মিলাদুন্নবী

কারাবন্দিদের জন্য বিশেষ খাবারের ব্যবস্থা

কারাবন্দিদের জন্য বিশেষ খাবারের ব্যবস্থা
ঢাকা কেন্দ্রীয় কারাগার, কেরানীগঞ্জ

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে কারাবন্দিদের জন্য বিশেষ আয়োজন করেছে কারা কর্তৃপক্ষ। সকাল থেকেই দেশের ৬৮ কারাগারে কোরআন খতম ও দোয়া মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। এছাড়া বন্দিদের জন্য থাকছে বিশেষ খাবার ব্যবস্থা। কারা সূত্রে এ তথ্য জানা গেছে।
 
ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার মাহবুবুল ইসলাম বলেন, কারা কর্তৃপক্ষ প্রতিবারের মত এবারও মহানবী (স.) এর ওফাত ও পৃথিবীতে আগম উপলক্ষে এ আয়োজন করবে। দোয়া মোনাজাত পরিচালনা করবেন ঢাকা কেন্দ্রী কারাগার কেরানীগঞ্জের মসজিদের খতিব ক্বারী মোহাম্মদ নজরুল ইসলাম।

কারা সূত্র জানায়, ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বিশেষ খাবারের আয়োজন করা হয়েছে। এদিন মিষ্টি ও পায়েস দেয়ার কথা রযেছে। সকালের খাবারের তালিকায় রুটি, হালুয়া, সবজি ও দুপুরে চিকন চালের ভাত, মুরগীর মাংস, ডাল সবজি এবং রাতের রুই মাছ, ডাল, সবজি থাকছে।

এইচএম/একেএস

আরও পড়ুন