• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: নভেম্বর ৯, ২০১৯, ০৭:৩৫ পিএম
সর্বশেষ আপডেট : নভেম্বর ৯, ২০১৯, ০৭:৩৮ পিএম

ঘূর্ণিঝড় মোকাবিলা বৈঠকে প্রধানমন্ত্রীর দফতর সচিবের আক্ষেপ

ঘূর্ণিঝড় মোকাবিলা বৈঠকে প্রধানমন্ত্রীর দফতর সচিবের আক্ষেপ
ঘূর্ণিঝড় বুলবুল মোকাবিলায় প্রস্তুতি সভায় প্রধানমন্ত্রীর দফতরে সচিব সাজ্জাদুল ইসলাম

শুধু ছুটি বাতিল করলেই হবে না, যাদের ছুটি বাতিল করা হয়েছে তাদের প্রস্তুত ও সক্রিয় রাখতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর দফতরে সচিব সাজ্জাদুল ইসলাম। ছুটি বাতিল হওয়া কর্মকর্তা-কর্মচারীরা যদি উপদ্রুত এলাকায় গিয়ে ঘুমিয়ে থাকেন, তাহলে তো কাজের কাজ হবে না। 

শনিবার (৯ নভেম্বর) দুপুরে সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে আয়োজিত ঘূর্ণিঝড় বুলবুল মোকাবিলায় প্রস্তুতি সভায় তিনি এসব কথা বলেন।

সাজ্জাদুল ইসলাম বলেন, মুখ্য সচিব স্যার এখানে আছেন, স্যার জানেন, প্রধানমন্ত্রীর দফতরের ভেতরে পড়ে যাওয়া একটি গাছে রাস্তা বন্ধ হয়েগিয়েছিল। এরপর তা সরাতে আমরা পিডাব্লিউডিকে ফোন দেয়ার পর তারা আসেন। সাথে করাত আনেননি। পরে করাত এনে গাছ কেটে ভেতরের সড়ক চলাচলে সময় লেগেছিল চার ঘণ্টা। সুতরাং ছুটি বাতিল করলেই হবে না, তাদের প্রস্তুত রাখতে হবে। সক্রিয় করতে হবে।

তিনি আরও বলেন, উপদ্রুত এলাকার স্কুল-কলেজের চাবি আগেই দফরির কাছ থেকে নিয়ে রাখতে হবে। কারণ, ঘূর্ণিঝড় শুরু হলে কিন্তু দফতরিকদের কাউকেই পাওয়া যাবে না। আগেই তাদের কাছ থেকে চাবি নিয়ে রাখার নির্দেশ দিতে হবে।

এমএএম/একেএস

আরও পড়ুন