• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: নভেম্বর ৯, ২০১৯, ০৯:৩৫ পিএম
সর্বশেষ আপডেট : নভেম্বর ৯, ২০১৯, ০৯:৩৫ পিএম

ঘূর্ণিঝড় বুলবুল মোকাবিলা

খাদ্যশস্য ও বীজ সংরক্ষণে পারিবারিক সাইলো ব্যবহারের অনুরোধ

খাদ্যশস্য ও বীজ সংরক্ষণে পারিবারিক সাইলো ব্যবহারের অনুরোধ
পারিবারিক সাইলো বিতরণ কার্যক্রম - ফাইল ছবি

২০১৮ সালের ৬ মে প্রধানমন্ত্রী পারিবারিক সাইলো বিতরণের শুভ উদ্বোধন করেন। এ কর্মসূচির আওতায় ১৯টি জেলার ৬৩টি উপজেলায় ৫ লাখ পারিবারিক সাইলো বিতরণ কার্যক্রম চলমান রয়েছে। এরইমধ্যে গত শুক্রবার (৮ নভেম্বর) পর্যন্ত ৪ লাখ ৮৫ হাজার পারিবারিক সাইলো বিতরণ সম্পন্ন হয়েছে। বিতরণকৃত ৪ লাখ ৮৫ হাজারের মধ্যে ঘূর্ণিঝড় বুলবুল আক্রান্ত সম্ভাব্য জেলাগুলোর ৩০টি উপজেলায় প্রায় ২ লাখ ৪০ হাজার পারিবারিক সাইলো বিতরণ করা হয়েছে।

পারিবারিক সাইলো বিতরণের সময় এর ব্যবহারবিধি ও উপকারিতা সম্পর্কে ব্যবহারিক প্রশিক্ষণসহ একটি লিফলেট সরবরাহ করা হয়। এ সমস্ত উপকারভোগীদের ব্যক্তিগত মোবাইল ফোন নম্বরসহ ডাটাবেইজ খাদ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট অফিসে সংরক্ষিত আছে। গত ৮ নভেম্বর হতে উপকারভোগীদের মোবাইল ফোনে আসন্ন ঘূর্ণিঝড় বুলবুলের আক্রান্তের সময় খাদ্যশস্য/বীজ নিরাপদ সংরক্ষণে পারিবারিক সাইলো ব্যবহারের জন্য বাংলায় এসএমএসের মাধ্যমে অনুরোধ করা হয়েছে। সংশ্লিষ্ট এলাকায় মাইকিংয়ের মাধ্যমেও এ সংক্রান্ত প্রচার কার্যক্রম চলছে।

এ ছাড়াও এ বিষয়ে একটি সচেতনতামূলক ভিডিও তৈরি করে এরইমধ্যে বাংলাদেশ টেলিভিশনে পাঠিয়ে প্রচারের জন্য অনুরোধ করা হয়েছে।

টিএইচ/ এফসি

আরও পড়ুন