• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
প্রকাশিত: নভেম্বর ৯, ২০১৯, ০৯:৫২ পিএম
সর্বশেষ আপডেট : নভেম্বর ৯, ২০১৯, ০৯:৫৬ পিএম

ঘূর্ণিঝড় বুলবুলের গতিবেগ কমছে, জানালো আবহাওয়া অধিদপ্তর

ঘূর্ণিঝড় বুলবুলের গতিবেগ কমছে, জানালো আবহাওয়া অধিদপ্তর
আয়েশা খানম।

পুরো দেশজুড়েই আতঙ্ক বিরাজ করছে ঘূর্ণিঝড় বুলবুলকে ঘিরে। আবহাওয়া অধিদপ্তর থেকে আগেই জানানো হয়েছিল শনিবার সন্ধ্যা থেকে মধ্যরাতের মধ্যে যেকোনো সময় আঘাত হানতে পারে শক্তিশালী এই ঘূর্ণিঝড়। ইতোমধ্যে উপকূলের ২১০ কিলোমিটারের মধ্যে প্রবেশ করেছে ঘূর্ণিঝড় বুলবুল। 

তবে সবার জন্য কিছুটা হলেও স্বস্তির খবর ঘূর্ণিঝড় বুলবুলের গতিবেগ ধীরে ধীরে কমে আসছে। শনিবার রাতে আবহাওয়া অধিদফতরের যুগ্ম পরিচালক আয়েশা খানম এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘এখন বলা যেতে পারে ঘূর্ণিঝড় বুলবুলের অগ্রভাগ উপকূলের কাছাকাছি অবস্থান করছে। বাতাসের গতিবেগ কিছুটা কমেছে।’

তিনি আরও বলেন, ‘সন্ধ্যা ৬টা পর্যন্ত ঘূর্ণিঝড় বুলবুল মোংলা সমুদ্রবন্দর থেকে ২১০ কিলোমিটারের মধ্যে অবস্থান করছিল। পায়রা সমুদ্রবন্দর থেকে ২৫৫ কিলোমিটার, কক্সবাজার থেকে ৪৩৫ ও চট্টগ্রাম থেকে ৪২৫ কিলোমিটারের মধ্যে অবস্থান করছে।’

আয়শা খানম আরও জানান, ‘ঘূর্ণিঝড় কেন্দ্রের ৭৪ কিলোমিটারের মধ্যে বাতাসের গতিবেগ ঘণ্টায় ১১০ কিলোমিটার বেগে প্রবাহিত হচ্ছে, যা ঝড়ো হাওয়া আকারে ১৩০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। প্রতি ঘণ্টায় ১২ কিলোমিটার গতিতে উপকূলের দিকে ধেয়ে আসছে।’

এমএইচবি

আরও পড়ুন