• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: নভেম্বর ১০, ২০১৯, ০২:১১ এএম
সর্বশেষ আপডেট : নভেম্বর ১০, ২০১৯, ০২:১১ এএম

মূল ভূখণ্ডে আঘাত হেনেছে ‘বুলবুল’

দুই বাংলার সঙ্গমস্থলে চলছে তাণ্ডবলীলা, কলকাতায় হত ১

দুই বাংলার সঙ্গমস্থলে চলছে তাণ্ডবলীলা, কলকাতায় হত ১
পশ্চিমবঙ্গে প্রলঙ্করী ঝড়ে বিধ্বস্ত জনপদ- ছবি: আনন্দবাজার

সন্ধ্যার পর পর পশ্চিমবঙ্গের ২৪ পরগণা জেলার সুন্দরবন সংলগ্ন উপকূলীয় অঞ্চলে আছড়ে পড়ার পর এবার মূল ভূখণ্ডে আঘাত হানতে শুরু করেছে প্রলঙ্করী ঘূর্ণিঝড় বুলবুল। স্থলভাগে ঢোকার সময় তার গতিবেগ ছিল ঘণ্টায় ১২০ কিলোমিটারের আশেপাশে। বুলবুলের আঘাতে এরইমধ্যে কলকাতার বালিগঞ্জে একজনের প্রাণহানির খবরও পাওয়া গেছে।   আনন্দবাজার 

সর্বশেষ তথ্য মতে, শনিবার (৯ নভেম্বর) পশ্চিমবঙ্গের সুন্দরবন ও বাংলাদেশের খেপুপাড়া সংলগ্ন স্থলেভাগে ঢুকেই তাণ্ডবলীলা চালাতে শুরু করেছে বুলবুল, এমনটাই জানিয়েছে ভারতীয় বার্তা সংস্থা ওয়ান ইন্ডিয়া নিউজ।

কলকাতা বিমানবন্দর অচল, চলছে ঝড়ের তাণ্ডব- ছবি: ওয়ান ইন্ডিয়া নিউজ 

সংস্থাটির তথ্য মতে, ঝোড়ো হাওয়া এবং বৃষ্টির দাপটে লন্ডভণ্ড পশ্চিমবঙ্গের ফ্রেজারগঞ্জ, বকখালি, সাগরদ্বীপ, কাকদ্বীপ এলাকা। আবহাওয়া দফতরের পূর্বাভাস মতোই দাপট বেড়েছে ঝড়ের। যদিও কলকাতা শহরে কিছুটা কম দাপট রয়েছে বুলবুলের। তবে আগামী এক দু ঘন্টার মধ্যে বাড়তে পারে ঝড়ের গতিবেগ।

জানা গেছে, ঘূর্ণিঝড়টি স্থলভাগে ঢুকে পড়ায় দক্ষিণ ২৪ পরগনার উপকূলবর্তী এলাকায় ঝড়ের প্রকোপ বেড়েছে। এরইমধ্যেই বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। উড়ে গিয়েছে বাড়ির চাল। গাছও ভেঙে পড়েছে। উপড়ে পড়েছে বিদ্যুতের খুঁটি। এখন পর্যন্ত পাওয়া রাজ্যের তথ্য মত প্রশাসন সূত্রে জানানো হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণেই আছে।

ভারতীয় আবহাওয়া অধিদফতরের বরাত দিয়ে বার্তা সংস্থা আনন্দবাজার জানায়, আগামী তিন-চার ঘণ্টা ধরে তাণ্ডব চলবে সুন্দরবন বদ্বীপ এলাকাতেই। তারপর বুলবুল এগিয়ে যাবে বাংলাদেশের খেপুপাড়ার দিকে। তবে তার আগেই ঝড়ের প্রকোপ অনুভব করতে শুরু করেছে বাংলাদেশের উপকূলবর্তী এলাকার মানুষ।

২৪ পরগণার একটি আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের একাংশ- ছবি: য়ান ইন্ডিয়া নিউজ 

ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে বাংলাদেশের একমাত্র দ্বীপজেলা ভোলার লালমোহন ও চরফ্যাশন উপজেলায় ঝড়ো বাতাসে সাতটি ঘর বিধ্বস্ত হয়েছে। এতে আহত হয়েছেন অন্তত ১০ জন। 

এর আগে ঝড়ের অগ্রভাগে লণ্ডভণ্ড হয়েছে ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য উড়িষ্যা। ঝড়ে সেখানকার অনেক ঘরবাড়ি উড়ে গেছে। উপড়ে পড়েছে গাছপালা।

ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়, প্রচণ্ড বৃষ্টি এবং তীব্র বাতাসে লণ্ডভণ্ড হয়ে পড়েছে উড়িষ্যা অঞ্চল। ঝড়ের অগ্রভাগের প্রভাবে রাস্তার ওপর অনেক গাছ উপড়ে পড়েছে। এতে বন্ধ হয়ে গেছে সড়ক যোগাযোগ।

এদিকে আলিপুর আবহাওয়া দফতরের কর্মকর্তা গণেশকুমার দাস জানিয়েছেন, ‘‘ নির্দিষ্ট সময়ের কিছু আগেই বুলবুল আছড়ে পড়েছে সুন্দরবন বদ্বীপ অঞ্চলে। তবে সম্পূর্ণ প্রক্রিয়াটি গভীর রাত অবধি চলবে ওই এলাকায়। এরপর বাংলাদেশ হয়ে ত্রিপুরার দিকে এগিয়ে যাবে বুলবুল।

এসকে

আরও পড়ুন