• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
প্রকাশিত: নভেম্বর ১১, ২০১৯, ১০:৫৫ এএম
সর্বশেষ আপডেট : নভেম্বর ১১, ২০১৯, ১১:০০ এএম

সারাদেশে নৌ চলাচল স্বাভাবিক 

সারাদেশে নৌ চলাচল স্বাভাবিক 

ঘূর্ণিঝড় বুলবুল আঘাতের পর সোমবার (১০ নভেম্বর) সকাল থেকেই যাত্রীবাহী লঞ্চ ও টলার চলাচল স্বাভাবিক হয়েছে। রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে সকাল ৬টায় চাঁদপুর ও বরিশালের উদ্দেশে একাধিক লঞ্চ ছেড়ে গেছে বলে বিআইডব্লিউটির পক্ষ থেকে জানানো হয়েছে। 

সোমবার থেকে সারা দেশে লঞ্চ চলাচল সাভাবিক হবে জানিয়ে গতকাল রোববার রাতে গণমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠায় নৌপরিবহন মন্ত্রণালয়। এর পরই প্রস্তুতি নেয় লঞ্চ মালিক-কর্তৃপক্ষ। সেই অনুযায়ী সোমবার সকাল ৬টা থেকে লঞ্চ চলাচল শুরু স্বাভাবিক হয়।

এর আগে, রোববর মন্ত্রণালয় থেকে বলা হয়- বুলবুলের প্রভাব অনেকটা স্বাভাবিক হয়েছে। আবহাওয়ার বৈরী পরিবেশ নেই। আবহাওয়া অনুকূলে থাকলে সোমবার সকাল ৬টা থেকে সারাদেশের অভ্যন্তরীণ নৌরুটে যাত্রীবাহী লঞ্চসহ সব ধরনের নৌযান চলাচল শুরু করবে।

এমএএম/একেএস

আরও পড়ুন