• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: নভেম্বর ১২, ২০১৯, ০২:৪৫ পিএম
সর্বশেষ আপডেট : নভেম্বর ১২, ২০১৯, ০২:৫২ পিএম

ব্রাহ্মণবাড়িয়া ট্রেন দুর্ঘটনা 

বিভিন্ন হাসপাতালে ভর্তি ৪২

বিভিন্ন হাসপাতালে ভর্তি ৪২

ব্রাহ্মণবাড়িয়ার মন্দবাগে দুই ট্রেনের প্রাণঘাতী সংঘর্ষে শতাধিক আহতদের মধ্যে ৪২ জন হাসপাতালে ভর্তি বলে দৈনিক জাগরণকে জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন শাহ আলম।

এর মধ্যে ২৬ জন ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল ও কুমিল্লা সদর হাসপাতাল মিলিয়ে ১২ জন, আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন ও কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন ভর্তি আছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সহকারী পরিচালক ডা. আয়েশা আক্তার দৈনিক জাগরণকে জানান, এ পর্যন্ত ১৩ জন নিহতের তথ্য তাদের কাছে এসেছে। এর মধ্যে চাঁদপুরের সজীবুর রহমান (৫৫)। এছাড়া আরও ৬ জনের নাম ও জেলা শনাক্ত করা গেছে। তারা সবাই হবিগঞ্জের। তারা হলেন- ইয়াসিন (২৮), সুজন আহমেদ (২৮), কুলসুম বেগম (৩০), ইউসুফ (৩২) ও আদিবা (২)।

আরএম/ টিএফ
 

আরও পড়ুন