• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: নভেম্বর ১২, ২০১৯, ০৫:০৯ পিএম
সর্বশেষ আপডেট : নভেম্বর ১২, ২০১৯, ০৫:১২ পিএম

দুই কারণে বেড়েছে পেঁয়াজের দাম, দাবি বাণিজ্যমন্ত্রীর

দুই কারণে বেড়েছে পেঁয়াজের দাম, দাবি বাণিজ্যমন্ত্রীর

পেঁয়াজের দাম বাড়ার দুটি কারণ উল্লেখ করে সংসদে বক্তব্য রেখেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। মঙ্গলবার (১২ নভেম্বর) বিকালে একাদশ জাতীয় সংসদের পঞ্চম অধিবেশনে সরকারি দলের সংসদ সদস্য আনোয়ার হোসেন খানের প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির পক্ষে শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হূমায়ুন সংসদকে এ তথ্য জানান। 

মন্ত্রী বলেন, চাহিদার তুলনায় পেঁয়াজ কম উৎপাদন ও ভারত রফতানি বন্ধ করায় হঠাৎ পেঁয়াজের দাম বৃদ্ধি পেয়েছে।

তিনি বলেন, দেশে বর্তমানে পেঁয়াজের বার্ষিক চাহিদা ২৪ লাখ মেট্রিক টন। আর গত বছর পেঁয়াজ উৎপাদন হয়েছে ২৩ দশমিক ৩০ লাখ মেট্রিক টন। এর মধ্যে ৩০ শতাংশ সংগ্রহকালীন এবং সংরক্ষণকালীন ক্ষতি বাদ দিলে এর পরিমাণ দাঁড়ায় ১৬ দশমিক ৩১ লাখ মেট্রিক টন। যা দিয়ে চাহিদা মেটানোর পক্ষে যথেষ্ট নয়।

এইচএস/ এফসি

আরও পড়ুন